Allah and Me / আল্লাহ্ এবং আমি
হে মহান প্রভু, আপনি আমাকে যে শরীর দান করেছেন, তা কতই না অসাধারণ! আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিটি অঙ্গের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, যা আপনি আমাকে উপহার হিসেবে দিয়েছেন। আমি জানি আপনি আমাকে দেখেন এবং আমার সঙ্গে আছেন, কিন্তু আমি আপনাকে দেখি না, ঠিক যেমন একটি শিশু মায়ের গর্ভে থাকে কিন্তু সে মাকে দেখে না, অথচ মা শিশুটিকে তার ভেতরে ধারণ করে।
Surah 30 | Al-Balad | আল-বালাদ | Verse: 3 - 10