Prophetic Lineages | নবীগণের বংশধারা
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দ ান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
নবীগণ চারটি মূল বংশধারার অন্তর্ভুক্ত, যারা আল্লাহর পথনির্দেশনা ব হন করেছেন। নিচে তাদের পরিচয় দেওয়া হলো:
১. আদম (আঃ) পৃথিবীর প্রথম মানব ও নবী, যাঁর সন্তানদের মধ্যে নবুয়তের সূচনা হয়েছিল।
আদম (আঃ) এর বংশধরদের মধ্যে নবীগণ ।
- নবী শীস (আঃ)
- নবী ইদরিস (আঃ)
- . . . . . .
২. নূহ (আঃ) -এর বংশধরদের মধ্যে যেসব নবী প্রেরিত হয়েছিলেন:
- নবী হুদ (আঃ) – ‘আদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন।
- নবী সালিহ (আঃ) – সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন।
- নবী ইবরাহিম (আঃ) (আব্রাহাম) – যিনি বহু নবীর পিতা ও তাওহীদের মহান প্রচারক।
- . . . . . .
৩. ইবরাহিম (আঃ)-এর দুই পুত্রের বংশ থেকে :
- ইসহাক (আঃ) এর বংশ থেকে:
- ইয়াকুব (আঃ) (যিনি "ইসরাঈল" নামে পরিচিত)
- ইউসুফ (আঃ)
- মূসা (আঃ)
- হারুন (আঃ)
- দাউদ (আঃ)
- সুলায়মান (আঃ)
- যাকারিয়া (আঃ)
- ইয়াহইয়া (আঃ)
- ঈসা (আঃ) (যীশু খ্রিস্ট)
- ইসমাঈল (আঃ)-এর বংশ থেকে:
- নবী মুহাম্ম াদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) – যিনি ইসলামের সর্বশেষ নবী।
৪. ইসরাঈল (ইয়াকুব আঃ) যিনি "ইসরাঈল" নামে পরিচিত, তাঁর বারো পুত্রের বংশধারা থেকে অনেক নবী এসেছেন:
- মূসা (আঃ) ও হারুন (আঃ)
- ইউশা (আঃ) (যোশুয়া)
- দাউদ (আঃ) ও সুলায়মান (আঃ)
- ইলিয়াস (আঃ) ও আল-ইয়াসা (আঃ)
- যাকারিয়া (আঃ) ও ইয়াহইয়া (আঃ)
- ঈসা (আঃ) (যীশু খ্রিস্ট)
- . . . . . .
The prophets belong to four main lineages, who carried Allah’s divine guidance. Below is an overview of their lineages:
- Adam (AS) was the first human and prophet, from whose descendants prophethood began.
- Prophet Sheeth (Seth AS)
- Prophet Idris (Enoch AS)
- . . . . . .
- Prophets from Those Carried in the Ship with Noah (AS).
Prophets sent from the descendants of Nuh (AS):
- Prophet Hud (AS) – Sent to the people of ‘Ad.
- Prophet Salih (AS) – Sent to the people of Thamud.
- Prophet Ibrahim (AS) (Abraham) – The forefather of many later prophets.
- Prophets from the Descendants of Ibrahim (AS)
Ibrahim (AS) had two main prophetic lineages:
-
From Ishaq (Isaac AS):
- Yaqub (Jacob AS) (also called Israel)
- Yusuf (Joseph AS)
- Musa (Moses AS)
- Harun (Aaron AS)
- Dawud (David AS)
- Sulaiman (Solomon AS)
- Zakariya (Zechariah AS)
- Yahya (John the Baptist AS)
- Isa (Jesus AS)
-
From Ismail (Ishmael AS):
- Prophet Muhammad (SAW) – The final prophet in Islam.
- Prophets from the Descendants of Israel (Yaqub AS)
Yaqub (AS), also called Israel, was the father of the 12 tribes of Banu Israel, from whom many prophets emerged:
- Musa (AS) & Harun (AS)
- Yusha (Joshua AS)
- Dawud (AS) & Sulaiman (AS)
- Ilyas (Elijah AS) & Al-Yasa (Elisha AS)
- Zakariya (AS) [ Father ] & Yahya (AS) [ Son ]
- Isa (AS) (Jesus)