Skip to main content

Prophetic Lineages | নবীগণের বংশধারা


| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |

  • যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |

  • যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |


Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com


In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু


নবীগণ চারটি মূল বংশধারার অন্তর্ভুক্ত, যারা আল্লাহর পথনির্দেশনা বহন করেছেন। নিচে তাদের পরিচয় দেওয়া হলো:

১. আদম (আঃ) পৃথিবীর প্রথম মানব ও নবী, যাঁর সন্তানদের মধ্যে নবুয়তের সূচনা হয়েছিল।
আদম (আঃ) এর বংশধরদের মধ্যে নবীগণ ।

  • নবী শীস (আঃ)
  • নবী ইদরিস (আঃ)
  • . . . . . .

২. নূহ (আঃ) -এর বংশধরদের মধ্যে যেসব নবী প্রেরিত হয়েছিলেন:

  • নবী হুদ (আঃ) – ‘আদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন।
  • নবী সালিহ (আঃ) – সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন।
  • নবী ইবরাহিম (আঃ) (আব্রাহাম) – যিনি বহু নবীর পিতা ও তাওহীদের মহান প্রচারক।
  • . . . . . .

৩. ইবরাহিম (আঃ)-এর দুই পুত্রের বংশ থেকে :

  • ইসহাক (আঃ) এর বংশ থেকে:
    • ইয়াকুব (আঃ) (যিনি "ইসরাঈল" নামে পরিচিত)
    • ইউসুফ (আঃ)
    • মূসা (আঃ)
    • হারুন (আঃ)
    • দাউদ (আঃ)
    • সুলায়মান (আঃ)
    • যাকারিয়া (আঃ)
    • ইয়াহইয়া (আঃ)
    • ঈসা (আঃ) (যীশু খ্রিস্ট)
  • ইসমাঈল (আঃ)-এর বংশ থেকে:
    • নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) – যিনি ইসলামের সর্বশেষ নবী।

৪. ইসরাঈল (ইয়াকুব আঃ) যিনি "ইসরাঈল" নামে পরিচিত, তাঁর বারো পুত্রের বংশধারা থেকে অনেক নবী এসেছেন:

  • মূসা (আঃ) ও হারুন (আঃ)
  • ইউশা (আঃ) (যোশুয়া)
  • দাউদ (আঃ) ও সুলায়মান (আঃ)
  • ইলিয়াস (আঃ) ও আল-ইয়াসা (আঃ)
  • যাকারিয়া (আঃ) ও ইয়াহইয়া (আঃ)
  • ঈসা (আঃ) (যীশু খ্রিস্ট)
  • . . . . . .

The prophets belong to four main lineages, who carried Allah’s divine guidance. Below is an overview of their lineages:

  1. Adam (AS) was the first human and prophet, from whose descendants prophethood began.
  • Prophet Sheeth (Seth AS)
  • Prophet Idris (Enoch AS)
  • . . . . . .
  1. Prophets from Those Carried in the Ship with Noah (AS).
    Prophets sent from the descendants of Nuh (AS):
  • Prophet Hud (AS) – Sent to the people of ‘Ad.
  • Prophet Salih (AS) – Sent to the people of Thamud.
  • Prophet Ibrahim (AS) (Abraham) – The forefather of many later prophets.
  1. Prophets from the Descendants of Ibrahim (AS)
    Ibrahim (AS) had two main prophetic lineages:
  • From Ishaq (Isaac AS):

    • Yaqub (Jacob AS) (also called Israel)
    • Yusuf (Joseph AS)
    • Musa (Moses AS)
    • Harun (Aaron AS)
    • Dawud (David AS)
    • Sulaiman (Solomon AS)
    • Zakariya (Zechariah AS)
    • Yahya (John the Baptist AS)
    • Isa (Jesus AS)
  • From Ismail (Ishmael AS):

    • Prophet Muhammad (SAW) – The final prophet in Islam.
  1. Prophets from the Descendants of Israel (Yaqub AS)
    Yaqub (AS), also called Israel, was the father of the 12 tribes of Banu Israel, from whom many prophets emerged:
  • Musa (AS) & Harun (AS)
  • Yusha (Joshua AS)
  • Dawud (AS) & Sulaiman (AS)
  • Ilyas (Elijah AS) & Al-Yasa (Elisha AS)
  • Zakariya (AS) [ Father ] & Yahya (AS) [ Son ]
  • Isa (AS) (Jesus)