Skip to main content

Asiya (RA) | আসিয়া (রা.)


| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |

  • যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |

  • যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |


Related veses in Quran:


Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com


In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু


  • আসিয়া (রা.) ছিলেন নিষ্ঠুর ফিরাউনের স্ত্রী, কিন্তু তিনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। হাদিস অনুযায়ী, তিনি ইসলামের চার শ্রেষ্ঠ নারীর অন্যতম।
  • Asiya (RA) was the wife of the tyrannical Pharaoh, yet she remained steadfast in her faith in Allah. According to Hadith, she is one of the four greatest women in Islam.

Surah 66 | At-Tahrim | আত-তাহরীম | Verse: 11

  • আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফির‘আউন পত্নীর দৃষ্টান্ত , যে প্রার্থনা করেছিলঃ হে আমার রাব্ব ! আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফির‘আউন ও তার দুস্কৃতি হতে এবং আমাকে উদ্ধার করুন যালিম সম্প্রদায় হতে ।
  • And Allah presents an example of those who believed : the wife of Pharaoh , when she said , " My Lord , build for me near You a house in Paradise and save me from Pharaoh and his deeds and save me from the wrongdoing people ."

continue.....