Action Towards Jannah | কর্ম জান্নাতে পৌঁছায়
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
আল্লাহ্ বলেন , " যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে । আর যে অণু পরিমাণ খারাপ কাজ করবে , সেও তা দেখবে । " 📖 (সূরা যিলযাল ৯৯:৭-৮) . এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়—আমাদের প্রতিটি কাজ , হোক তা যত ক্ষুদ্র কিংবা গোপন—সবই আল্লাহর কাছে সংরক্ষিত । ভালো কাজের জন্য আছে পুরস্কার , আর মন্দ কাজের জন্য আছে জবাবদিহিতা ।
যদি আমরা আল্লাহর আদেশ মানি , তাঁর সন্তুষ্টির জন্য জীবন যাপন করি — তবে ইনশা’আল্লাহ , সেই কাজগুলো আমাদের জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে । আর যদি আমরা আল্লাহর বিধান অবহেলা করি, পাপ ও গাফিলতিতে ডুবে থাকি, তাহলে সেসব কাজই আমাদের ধ্বংসের দিকে, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
আল্লাহ্ বলেন , "যারা তাদের রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং আত্মাকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করে—নিশ্চয়ই জান্নাতই হবে তাদের আশ্রয়স্থল ।" 📖 (সূরা আন-নাজিয়াত ৭৯:৪০-৪১) .
জীবন অতি ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের খুব কাছেই। আমরা প্রতিদিন যা করছি, যা বলছি, যেভাবে জীবন কাটাচ্ছি—এসবই ধাপে ধাপে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করছে । তাই আসুন, একটু থেমে আমরা নিজের কাছে প্রশ্ন করি — "আমি কী জান্নাতের পথে আছি, না জাহান্নামের দিকে যাচ্ছি ? আমার কাজ , কথা ও ভাবনা—সবকিছু কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে ?
এখনই সময় ফিরে আসার ।
এখনই সময় নিজেকে বদলে ফেলার ।
✅ যে কাজগুলো – জান্নাতের পথে নেয়
আপনার প্রতিটি ভালো কাজ আখিরাতে আল্লাহর কাছে আপনার জন্য সঞ্চিত হচ্ছে । আল্লাহ বলেন: " যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে। " - সূরা যিলযাল (৯৯:৭)
-
পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় - সূরা আল-বাকারা ২:৩
-
বিপদে ধৈর্য ধারণ - সূরা আল‑বাকারা ২:১৫৫‑১৫৭
-
হালাল উপার্জন করা - সূরা আল-বাকারা ২:১৬৮
-
অন্যদের উপকারে আসা - সূরা আল-বাকারা ২:১৭৭
-
সত্য ও ইনসাফের পক্ষে থাকা - সূরা আল-বাকারা ২:১৭৭
-
ন্যায়সঙ্গতভাবে উইল/ওসিয়ত করা - সূরা আল‑বাকারা ২:১৮০
-
রমজানের রোজা রাখা - সূরা আল-বাকারা ২:১৮৩
-
গোপনে দান করা - সূরা আল-বাকারা ২:২৭১
-
দান-সদকা করা - সূরা আল-বাকারা ২:২৭৪
-
ঋণ লিখিতভাবে চুক্তিবদ্ধ করা - সূরা আল‑বাকারা ২:২৮২
-
ইস্তিগফার করা (ক্ষমা প্রার্থনা) - সূরা আলে‑ইমরান ৩:১৩৫‑১৩৬
-
পরামর্শ‑ভিত্তিক সিদ্ধান্ত (শূরা) - সূরা আলে‑ইমরান ৩:১৫৯
-
প্রতিবেশীর হক আদায় - সূরা আন-নিসা ৪:৩৬
-
কেউ সালাম দিলে উত্তরে উত্তম সালাম দেওয়া - সূরা আন‑নিসা ৪:৮৬
-
দান-খয়রাত - সূরা আন‑নিসা ৪:১১৪
-
অপচয় না করা - সূরা আল‑আনআম ৬:১৪১
-
পরিবেশ রক্ষা ও পৃথিবীতে অনর্থ সৃষ্টি না করা - সূরা আল‑আরাফ ৭:৫৬
-
ভ্রমণকারীদের জন্য নিরাপদ পানীয় জল ব্যবস্থা করা - সূরা আত‑তাওবা ৯:১৯
-
যাকাত দেওয়া - সূরা আত-তাওবা ৯:১০৩
-
দ্বীনি জ্ঞান শেখা ও শেখানো - সূরা আত-তাওবা ৯:১২২
-
আল্লাহর জিকির করা - সূরা আর-রাঅদ ১৩:২৮
-
অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা - সূরা ইবরাহীম ১৪:৭
-
পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার - সূরা আল-ইসরা ১৭:২৩
-
ওয়াদা পালন করা - সূরা বনি ইসরাঈল ১৭:৩৪
-
পরিমাপ ও ওজন‑এ ইনসাফ রক্ষা - সূরা আল‑ইসরা ১৭:৩৫
-
কোমল ভাষায় কথা বলা - সূরা ত্বা‑হা ২০:৪৪-৪৫
-
অনর্থক কথা পরিহার করা - সূরা আল‑মুমিনূন ২৩:৩
-
আমানত রক্ষা করা - সূরা আল-মু’মিনুন ২৩:৮
-
দৃষ্টি সংযত রাখা - সূরা আন-নূর ২৪:৩০
-
পর্দা রক্ষা করা - সূরা আন-নূর ২৪:৩০-৩১
-
বিনয়ী ও নম্র থাকা - সূরা লুকমান ৩১:১৮
-
সত্য কথা বলা ও সততা রক্ষা - সূরা আহযাব ৩৩:৭০
-
কুরআন তিলাওয়াত করা - সূরা ফাতির ৩৫:২৯
-
জ্ঞানার্জন করা - সূরা আয-যুমার ৩৯:৯
-
নিজের গোনাহের জন্য তাওবা করা - সূরা আয-যুমার ৩৯:৫৩
-
প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা - সূরা আশ-শুরা ৪২:৪০
-
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা - সূরা মুহাম্মাদ ৪৭:২২-২৩
-
বিবদমান লোকের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন করা - সূরা হুজুরাত ৪৯:৯‑১০
-
গীবত এড়িয়ে চলা - সূরা হুজুরাত ৪৯:১২
-
তাহাজ্জুদ/কিয়ামুল্লাইল নামাজ - সূরা আদ্‑ধারিয়াত ৫১:১৭‑১৮
-
অতিথিদের সম্মান করা - সূরা আয-যারিয়াত ৫১:২৪‑২৭
-
হিংসা ও বিদ্বেষমুক্ত থাকা - সূরা আল‑হাশর ৫৯:১০
-
মুমিনদের জন্য দোয়া করা - সূরা আল‑হাশর ৫৯:১০
-
স্ত্রী-সন্তানের হক আদায় - সূরা আত-তাহরীম ৬৬:৬
-
গরীবদের খাবার প্রদান করা - সূরা আল‑ইনসান ৭৬:৮
-
গরিব-মিসকিনদের সাহায্য - সূরা আ ল-ইনসান ৭৬:৮-৯
-
প্রতারণা না করা - সূরা আল-মুতাফফিফিন ৮৩:১-৩
-
এতিমদের প্রতি সদ্ব্যবহার - সূরা আদ্‑দুহা ৯৩:৯‑১০
-
সত্যনিষ্ঠ উপদেশ দেওয়া - সূরা আল‑আসর ১০৩:৩
- .....Continue.....
Allah says : " So whoever does an atom’s weight of good will see it , And whoever does an atom’s weight of evil will see it ." 📖 (Surah Az-Zalzalah 99:7–8) . This verse reminds us that every single deed we do—no matter how small or hidden—is recorded with Allah . Every good deed will be rewarded , and for every evil deed , there will be accountability . If we follow Allah’s commands and live to please Him, then insha’Allah , those deeds will lead us toward Jannah (Paradise) . But if we ignore His guidance, and become immersed in sin and heedlessness, those very actions could lead us to destruction—toward Jahannam (Hell) .
Allah says : " As for he who feared standing before his Lord and restrained his soul from [unlawful] desires—then indeed, Paradise will be his refuge ." 📖 (Surah An-Nazi'at 79:40–41) .
Life is temporary . Death is very near . The things we do , say , and how we live each day are shaping our final destination—step by step . So let us pause for a moment and ask ourselves : Am I truly on the path to Jannah, or heading toward Jahannam ? " "Are my actions, words, and thoughts all for the sake of pleasing Allah ? " .
Now is the time to return to Allah.
Now is the time to change ourselves.
✅ Positive Actions – Towards Jannah (Paradise)
Every good deed you do is being stored with Allah for the Hereafter. Allah says: "So whoever does an atom's weight of good will see it." — Surah Az-Zalzalah (99:7)
-
Offering the five daily prayers regularly - Surah Al-Baqarah 2:3
-
Earning through lawful (Halal) means - Surah Al-Baqarah 2:168
-
Benefiting others and doing good - Surah Al-Baqarah 2:177
-
Standing for truth and justice - Surah Al-Baqarah 2:177
-
Writing wills justly - Al‑Baqarah 2:180
-
Writing contracts when lending - Al‑Baqarah 2:282
-
Fasting during Ramadan - Surah Al-Baqarah 2:183
-
Giving charity secretly - Surah Al-Baqarah 2:271
-
Giving charity and donations (Sadaqah) - Surah Al-Baqarah 2:274
-
Making istighfār (seeking forgiveness) - Āl‑ʿImrān 3:135–136
-
Consulting others in affairs (shūrā) - Āl‑ʿImrān 3:159
-
Fulfilling the rights of neighbors - Surah An-Nisa 4:36
-
Returning greetings with better ones - An‑Nisāʾ 4:86
-
Charity / Zakat - An‑Nisāʾ 4:114
-
Praying the night prayer (Qiyām) - An‑Nisāʾ 4:114
-
Avoiding waste - Al‑Anʿām 6:141
-
Protecting the environment & not causing corruption on earth - Al‑Aʿrāf 7:56
-
Providing safe drinking water to travellers - At‑Tawbah 9:19
-
Giving Zakat - Surah At-Tawbah 9:103
-
Learning and teaching religious knowledge - Surah At-Tawbah 9:122
-
Engaging in the remembrance of Allah (Dhikr) - Surah Ar-Ra’d 13:28
-
Being grateful for blessings - Ibrāhīm 14:7
-
Being kind to parents - Surah Al-Isra 17:23
-
Fulfilling promises - Surah Bani Isra'il 17:34
-
Being fair in measurements & business - Al‑Isrāʾ 17:35
-
Speaking gently - Ṭā‑Hā 20:44-45
-
Protecting trusts (Amanah) - Surah Al-Mu’minun 23:8
-
Being humble and modest - Surah Luqman 31:18
-
Speaking the truth and maintaining honesty - Surah Al-Ahzab 33:70
-
Reciting the Qur’an - Surah Fatir 35:29
-
Acquiring knowledge - Surah Az-Zumar 39:9
-
Repenting sincerely for sins - Surah Az-Zumar 39:53
-
Forgiving instead of taking revenge - Surah Ash-Shura 42:40
-
Maintaining family ties - Surah Muhammad 47:22-23
-
Reconciling between people - Al‑Hujurāt 49:9–10
-
Avoiding backbiting - Surah Al-Hujurat 49:12
-
Honouring guests - Adh‑Dhāriyāt 51:24–27 (example of Ibrāhīm AS)
-
Making duʿāʾ for believers - Al‑Hashr 59:10
-
Being free from envy and hatred - Al‑Ḥashr 59:10
-
Fulfilling the rights of wife and children - Surah At-Tahrim 66:6
-
Providing food to the needy - Al‑Insān 76:8
-
Helping the poor and needy - Surah Al-Insan 76:8-9
-
Avoiding deceit and fraud - Surah Al-Mutaffifin 83:1-3
-
Treating orphans kindly - Ad‑Duḥā 93:9–10
-
Giving sincere advice - Al‑ʿAṣr 103:3
- .....Continue.....