Action Towards Jahannam | কর্ম জাহান্নামে নিয়ে যায়
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুস লিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
আল্লাহ্ বলেন , " যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে । আর যে অণু পরিমাণ খারাপ কাজ করবে , সেও তা দেখবে । " 📖 (সূরা যিলযাল ৯৯:৭-৮) এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়—আমাদের প্রতিটি কাজ , হোক তা যত ক্ষুদ্র কিংবা গোপন—সবই আল্লাহর কাছে সংরক্ষিত । ভালো কাজের জন্য আছে পুরস্কার , আর মন্দ কাজের জন্য আছে জবাবদিহিতা ।
যদি আমর া আল্লাহর আদেশ মানি , তাঁর সন্তুষ্টির জন্য জীবন যাপন করি — তবে ইনশা’আল্লাহ , সেই কাজগুলো আমাদের জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে । আর যদি আমরা আল্লাহর বিধান অবহেলা করি, পাপ ও গাফিলতিতে ডুবে থাকি, তাহলে সেসব কাজই আমাদের ধ্বংসের দিকে, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
আল্লাহ্ বলেন , "যারা তাদের রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং আত্মাকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করে—নিশ্চয়ই জান্নাতই হবে তাদের আশ্রয়স্থল ।" 📖 (সূরা আন-নাজিয়াত ৭৯:৪০-৪১) .
জীবন অতি ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের খুব কাছেই। আমরা প্রতিদিন যা করছি, যা বলছি, যেভাবে জীবন কাটাচ্ছি—এসবই ধাপে ধাপে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করছে । তাই আসুন, একটু থেমে আমরা নিজের কাছে প্রশ্ন করি — "আমি কী জান্নাতের পথে আছি, না জাহান্নামের দিকে যাচ্ছি ? আমার কাজ , কথা ও ভাবনা—সবকিছু কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে ?
এখনই সময় ফিরে আসার ।
এখনই সময় নিজেকে বদলে ফেলার ।
❌ যে কাজগুলো – জাহান্নামের দিকে ঠেলে দেয়
আপনার প্রতিটি খারাপ কাজের হিসাব রাখা হচ্ছে, যেন কেউ বেখেয়াল না থাকে । আল্লাহ বলেন: " আর যে অণু পরিমাণ খারাপ কাজ করবে, সেও তা দেখবে। "- সূরা যিলযাল (৯৯:৮)
-
মিথ্যা বলা - সূরা আল-বাকারা ২:৯-১০
-
যমীনে ফাসাদ সৃষ্টি – সূরা আল-বাকারা ২:১১-১২
-
দরিদ্রদের সাহায্য না করা – সূরা আল-বাকারা ২:১৭৭
-
পৃথিবীতে ফিতনা করা – সূরা আল-বাকারা ২:২০৫
-
কৃপণতা – সূরা আল-বাকারা ২:২৬৭
-
সুদ (রিবা) লেনদেন - সূরা আল-বাকারা ২:২৭৫
-
ঈমান থেকে ফেরত যাওয়া – সূরা আলে ইমরান ৩:৯০
-
ঈমানহীন অবস্থায় মৃত্যু - সূরা আন-নিসা ৪:১৮
-
কুফর ও শিরক করা - সূ রা আন-নিসা ৪:৪৮
-
আল্লাহর বিধান অমান্য করা - সূরা আন-নিসা ৪:৫৯
-
অন্যায় বিচার করা – সূরা আল-মায়েদা ৫:৮
-
খুন করা - সূরা আল-মায়েদা ৫:৩২
-
মদ বা নেশা গ্রহণ - সূরা আল-মায়েদা ৫:৯০-৯১
-
অহংকার করা - সূরা আল-আ’রাফ ৭:১৪৬
-
আমানতের খেয়ানত – সূরা আল-আনফাল ৮:২৭
-
ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ – সূরা আত-তাওবা ৯:৩৪
-
জিহাদ পরিত্যাগ করা (যখন তা ফরজ হয়) – সূরা আত-তাওবা ৯:৮১
-
আত্মীয়তা ছিন্ন করা – সূরা আর-রাআদ ১৩:২৫
-
অপচয় করা - সূরা আল-ইসরা ১৭:২৬-২৭
-
ব্যভিচার – সূরা আল-ইসরা ১৭:৩২
-
নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা - সূরা মারইয়াম ১৯:৫৯
-
সময় অপচয় করা ও নিরর্থক কাজে লিপ্ত - সূরা আল-মু’মিনুন ২৩:৩
-
মিথ্যা অপবাদ , সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ – সূরা আন-নূর ২৪:৪
-
অশ্লীলতা বা নগ্নতা - সূরা আন-নূর ২৪:১৯
-
দৃষ্টি নিয়ন্ত্রণ না রাখা - সূরা আন-নূর ২৪:৩০-৩১
-
কুরআনের শিক্ষা উপেক্ষা করা - সূরা আল-ফুরকান ২৫:৩০
-
মিথ্যা সাক্ষ্য - – সূরা আল-ফুরকান ২৫:৭১-৭২
-
পিতা-মাতার সাথে দুর্ব্যবহার - সূরা লুকমান ৩১:১৪-১৫
-
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা - সূরা মুহাম্মাদ ৪৭:২২-২৩
-
অন্যকে ছোট করা বা তাচ্ছিল্য - সূরা হুজুরাত ৪৯:১১
-
গীবত ও অপবাদ দেওয়া - সূরা হুজুরাত ৪৯:১২
-
হিংসা ও বিদ্বেষ পোষণ - সূরা আল-হাশর ৫৯:১০
-
দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য – সূরা আন-নাযিয়াত ৭৯:৩৮-৩৯
-
কিয়ামত অস্বীকার – সূরা আল-ইনফিতার ৮২:৯
-
প্রতারণা বা ঠকানো , ওজনে কম দেওয়া - সূরা আল-মুতাফফিফিন ৮৩:১-৩
-
মু’মিনদের নিয়ে ঠাট্টা – সূরা আল-মুতাফফিফিন ৮৩:২৯
-
সম্পদ নিয়ে গর্ব – সূরা হুমাযাহ ১০৪:১-৪
-
গরীবদের অবহেলা - সূরা আল-মাউন ১০৭:১-৩
-
নামাজ অবহেলা / লোক দেখানোর জন্য - সূরা আল-মাউন ১০৭:৪-৬
- .....Continue.....
Allah says : " So whoever does an atom’s weight of good will see it , And whoever does an atom’s weight of evil will see it ." 📖 (Surah Az-Zalzalah 99:7–8) This verse reminds us that every single deed we do—no matter how small or hidden—is recorded with Allah . Every good deed will be rewarded , and for every evil deed , there will be accountability . If we follow Allah’s commands and live to please Him, then insha’Allah , those deeds will lead us toward Jannah (Paradise) . But if we ignore His guidance, and become immersed in sin and heedlessness, those very actions could lead us to destruction—toward Jahannam (Hell) .
Allah says : " As for he who feared standing before his Lord and restrained his soul from [unlawful] desires—then indeed, Paradise will be his refuge ." 📖 (Surah An-Nazi'at 79:40–41) .
Life is temporary . Death is very near . The things we do , say , and how we live each day are shaping our final destination—step by step . So let us pause for a moment and ask ourselves : Am I truly on the path to Jannah, or heading toward Jahannam ? " "Are my actions, words, and thoughts all for the sake of pleasing Allah ? " .
Now is the time to return to Allah.
Now is the time to change ourselves.
❌ Negative Actions – Towards Jahannam (Hell)
Every bad deed you do is being recorded, so that no one remains heedless. Allah says: "And whoever does an atom's weight of evil will see it." — Surah Az-Zalzalah (99:8)
-
Lying – Surah Al-Baqarah 2:9-10
-
Spreading corruption – Surah Al-Baqarah 2:11-12
-
Not helping the needy Surah Al-Baqarah 2:177
-
Causing mischief in the land Surah Al-Baqarah 2:205
-
Being miserly – Surah Al-Baqarah 2:267
-
Engaging in interest (Riba) – Surah Al-Baqarah 2:275
-
Rejecting faith after belief – Surah Al-Imran 3:90
-
Dying without faith (Iman) – Surah An-Nisa 4:18
-
Committing disbelief (Kufr) and associating partners with Allah (Shirk) – Surah An-Nisa 4:48
-
Disobeying Allah’s commandments – Surah An-Nisa 4:59
-
Judging unfairly – Surah Al-Ma’idah 5:8
-
Committing murder – Surah Al-Ma’idah 5:32
-
Consuming intoxicants (alcohol or drugs) – Surah Al-Ma’idah 5:90-91
-
Arrogance and pride – Surah Al-A’raf 7:146
-
Betraying trust – Surah Al-Anfal 8:27
-
Consume wealth unjustly - Surah At-Tawbah 9:34
-
Abandoning Jihad (when obligatory) - Surah At-Tawbah 9:81
-
Breaking kinship ties - Surah Ar-Ra’d 13:25
-
Wastefulness and extravagance – Surah Al-Isra 17:26-27
-
Committing adultery or fornication – Surah Al-Isra 17:32
-
Neglecting or abandoning prayer – Surah Maryam 19:59
-
Wasting time in vain or useless activities – Surah Al-Mu’minun 23:3
-
False accusation, Slandering chaste women – Surah An-Nur 24:4
-
Indecency or obscenity – Surah An-Nur 24:19
-
Not lowering the gaze (immodesty) – Surah An-Nur 24:30-31
-
Neglecting the teachings of the Qur’an – Surah Al-Furqan 25:30
-
False witness – Surah Al-Furqan 71:72
-
Mistreating parents – Surah Luqman 31:14-15
-
Cutting off family ties – Surah Muhammad 47:22-23
-
Mocking or belittling others – Surah Al-Hujurat 49:11
-
Backbiting and slandering – Surah Al-Hujurat 49:12
-
Harboring envy and hatred – Surah Al-Hashr 59:10
-
Preferring this world over the Hereafter – Surah An-Nazi'at 79:38-39
-
Denying the Day of Judgment – Surah Al-Infitar 82:9
-
Deceit and fraud, Cheating in business – Surah Al-Mutaffifin 83:1-3
-
Mocking believers – Surah Al-Mutaffifin 83:29
-
Boasting about wealth – Surah Al-Humazah 104:1-4
-
Neglecting or ignoring the poor – Surah Al-Ma'un 107:1-3
-
Ignoring the prayer/ Sala for Showing off – Surah Al-Ma'un 107:4-6
- .....Continue.....