Prophets Chronological Order
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
1. Prophet Abraham (Ibrahim) AS | ইব্রাহিম (আঃ)
- নবী ইব্রাহিম (আঃ) ইসলা ম, খ্রিস্টধর্ম এবং ইহুদিধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ নবী।
- তিনি খলিলুল্লাহ (আল্লাহর বন্ধু) উপাধিতে সম্মানিত।
- তিনি তাওহীদের প্রচার করেন এবং মূর্তিপূজার বিরুদ্ধে অবস্থান নেন।
- আল্লাহ তাঁকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেন, যেমনঃ
- নিজের প্রিয় সন্তানকে কুরবানির আদেশ।
- মেসোপটেমিয়া থেকে কানআন এবং পরে মক্কায় হিজরত।
- রাজা নমরুদের দ্বারা আগুনে নিক্ষিপ্ত হওয়া, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি নিরাপদ থাকেন।
- তিনি ইসহাক (আঃ) ও ইসমাঈল (আঃ)-এর পিতা।
- Prophet Ibrahim (AS) is one of the greatest prophets in Islam, Christianity, and Judaism.
- He is known as Khalilullah (The Friend of Allah).
- He played a key role in spreading monotheism and rejecting idol worship.
- Allah tested him with various trials, including:
- The command to sacrifice his son (Ismail AS).
- His journey from Mesopotamia to Canaan and later to Makkah.
- Being thrown into the fire by King Nimrod but remaining unharmed by Allah’s will.
- He is the father of Ishaq (AS) and Ismail (AS)
Surah 21 | Al-Anbiya | আল-আম্বিয়া | Verse: 72
- এবং আমরা ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক (পুত্র) আর অতিরিক্ত পুরস্কারস্বরূপ ইয়াকুবকে (পৌত্র); এবং প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ।
- And We gave him Isaac and Jacob in addition, and all [of them] We made righteous.
Surah 19 | Maryam | মারইয়াম | Verse: 46 - 50
- পিতা বলল, হে ইবরাহীম! তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করব; আর তুমি চিরতরে আমাকে ত্যাগ করে চলে যাও।
- ইবরাহীম বললেন, আপনার প্রতি সালাম। আমি আমার রব-এর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল।
- ‘আর আমি তোমাদের ও আল্লাহ ছাড়া যাদের ইবাদাত তোমরা কর তাদের পরিত্যাগ করছি এবং আমি আমার রবের ইবাদাত করছি। আশা করি আমার রবের ইবাদাত করে আমি ব্যর্থ হব না’।
- অতঃপর তিনি যখন তাদের থেকে ও তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদাত করত সেসব থেকে পৃথক হয়ে গেলেন, তখন আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম।
- এবং তাদেরকে আমরা দান করলাম আমাদের অনুগ্রহ, আর তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম।
- [His father] said, "Have you no desire for my gods, O Abraham? If you do not desist, I will surely stone you, so avoid me a prolonged time."
- [Abraham] said, "Peace will be upon you. I will ask forgiveness for you of my Lord. Indeed, He is ever gracious to me.
- And I will leave you and those you invoke other than Allah and will invoke my Lord. I expect that I will not be in invocation to my Lord unhappy."
- So when he had left them and those they worshipped other than Allah, We gave him Isaac and Jacob, and each [of them] We made a prophet.
- And We gave them of Our mercy, and we made for them a reputation of high honor.
2. Prophet Ishmael (Ismail) AS | ইসমাঈল (আঃ)
- নবী ইসমাঈল (আঃ) ছিলেন ইব্রাহিম (আঃ)-এর প্রথম সন্তান, মা ছিলেন হাজরা ।
- আল্লাহর নির্দেশে তাঁকে ও তাঁর মাকে মক্কার মরুপ্রান্তরে রেখে আসা হয়েছিল।
- তাঁর মা হাজরা যখন পানি খোঁজার জন্য সাফা-মারওয়া পাহাড়ের মাঝে দৌড়েছিলেন, তখন জমজম কূপের পানি আল্লাহর রহমতে প্রকাশিত হয়।
- ইসমাঈল (আঃ) ও ইব্রাহিম (আঃ) একসঙ্গে কাবা নির্মাণ করেন, যা পরবর্তীতে ইসলামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
- তাঁকে নবী মুহাম্মাদ (সাঃ)-এর পূর্বপুরুষ হিসেবে গণ্য করা হয়।
- তিনি ছিলেন ধৈর্যশীল ও সৎ, এবং তাঁর বাবা যখন তাঁকে কুরবানির স্বপ্ন দেখেন, তখন তিনি বিনা দ্বিধায় তা মেনে নেন।
- Prophet Ismail (AS) was the first son of Ibrahim (AS), born to Hajar (Hagar).
- He and his mother, Hajar, were left in the barren valley of Makkah by Allah’s command.
- The miraculous Zamzam well was discovered when Hajar searched for water for her infant son.
- Ismail (AS) and Ibrahim (AS) together built the Kaaba, which later became the center of Islamic worship.
- He is considered the ancestor of Prophet Muhammad (SAW) and the Arab tribes.
- He was righteous and patient, willingly accepting the sacrifice when his father saw the vision.