Say Alhamdulillah | বলুন আলহামদুলিল্লাহ
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
বলুন আলহামদুলিল্লাহ — এটি একটি চমৎকার স্মরণ করিয়ে দেওয়া বাক্য, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। আমরা যখন খুশি থাকি কিংবা কঠিন সময় পার করি, তখন আলহামদুলিল্লাহ বলা আমাদের মনে করিয়ে দেয় যে, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে এবং তিনিই সবচেয়ে ভালো জানেন। আলহামদুলিল্লাহ অর্থ হলো, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।” এই ছোট্ট বাক্যটি আমাদের অন্তরে শান্তি ও তৃপ্তি এনে দেয়। সকালে ঘুম থেকে ওঠার সময়, খাবার খাওয়ার সময়, কোনো বিপদ কাটিয়ে ওঠার সময় কিংবা কিছু না চাইলেও পাওয়া না গেলে — যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, তবে আমরা আল্লাহর হিকমত ও রহমতের প্রতি আস্থা প্রকাশ করি। এটি আমাদের বিনয়ী, কৃতজ্ঞ এবং আল্লাহর সাথে সংযুক্ত রাখে। তাই যাই হোক না কেন, সবসময় বলুন আলহামদুলিল্লাহ।
Say Alhamdulillah — it is a beautiful reminder to be grateful to Allah in every moment of life. Whether we are happy or facing challenges, saying Alhamdulillah helps us recognize that everything comes from Allah, and He knows what is best for us. It means "All praise is due to Allah", and this simple phrase brings peace to the heart and contentment to the soul. When we wake up in the morning, eat a meal, overcome a difficulty, or even when something doesn't go as planned — if we say Alhamdulillah, we are acknowledging Allah's wisdom and mercy. It keeps us humble, thankful, and spiritually connected. So no matter what happens, always Say Alhamdulillah.
- ........................
- ........................
- ........................
- ........................
- ........................
continue.....