Adam's Creation / আদমের সৃষ্টি
আল্লাহ তায়ালা যখন আদম (আ.)-এর সৃষ্টির পরিকল্পনা করেছিলেন, তখন তিনি মানব দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের সঠিক সমন্বয় এবং কার্যকারিতা নির্ধারণ করেছিলেন। কুরআন শরীফে এই সৃষ্টির বিশদ বর্ণনা পাওয়া যায়, যা আমাদের বুঝতে সহায়তা করে যে, আল্লাহর পরিকল্পনা কেমন নিখুঁত এবং গভীর।
সূরা আল-মুমিনুন , ২৩:১২- ১৪:
- আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। তারপর শুক্রকে আমি ‘আলাকায় পরিণত করি। তারপর ‘আলাকাকে গোশতপিন্ডে পরিণত করি। তারপর গোশতপিন্ডকে হাড়ে পরিণত করি। তারপর হাড়কে গোশ্ত দিয়ে আবৃত করি। অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়! - আল-বায়ান
- আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিন্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান! - তাইসিরুল
- আমিতো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে। অতঃপর আমি ওকে শুক্রবিন্দু র ূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিন্ডে, অতঃপর রক্তপিন্ডকে পরিণত করি মাংসপিন্ডে এবং মাংসপিন্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে; অতঃপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই মাংস দ্বারা; অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে; অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কত কল্যাণময়! - মুজিবুর রহমান
- And certainly did We create man from an extract of clay. Then We placed him as a sperm-drop in a firm lodging. Then We made the sperm-drop into a clinging clot, and We made the clot into a lump [of flesh], and We made [from] the lump, bones, and We covered the bones with flesh; then We developed him into another creation. So blessed is Allah, the best of creators. - Sahih International
এই আয়াতে আল্লাহ্ তাঁর অসীম সৃষ্টিশীলতা ও সূক্ষ্ম পরিকল্পনার বিশালতা প্রকাশ করেছেন। আমাদের দেহের প্রতিটি অংশের কার্যকারিতা আল্লাহ্র মহান সৃষ্টির নিদর্শন। আমরা কি কখনো চিন্তা করেছি, আমাদের চোখ কিভাবে নিখুঁতভাবে আলোর উপস্থিতি এবং অনুপস্থিতি বুঝতে পারে? কিভাবে আমাদের কান শব্দ শনাক্তকরণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রাখে? হাত ও পা আমাদের চলাফেরা ও দৈনন্দিন কাজ সম্পাদনে কত সাহায্য করে? হৃদয় কিভাবে দেহের রক্ত সঞ্চালন নিশ্চিত করে? এবং মস্তিষ্ক কিভাবে চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের কাজ পরিচালনা করে? এই সমস্ত দিক আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দেহের প্রতিটি অংশ আল্লাহ্র পরিকল্পনা ও সৃষ্টির একটি চমৎকার উদাহরণ। আমাদের উচিত এসব বৈশিষ্ট্যগুলি নিয়ে চিন্তা করা এবং আল্লাহ্র অসীম মেহেরবানি ও কল্যাণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।
সূরা আল-হিজর , ১৫:২৯:
- ‘অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সিজদাবনত হও’। - আল-বায়ান
- আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব আর তাতে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সাজদায় পড়ে যেও। - তাইসিরুল
- যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সাজদাহবনত হও। - মুজিবুর রহমান
- And when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration. - Sahih International
এই আয়াতে আল্লাহ তা’আলা আদম (আঃ)-এর সৃষ্টির প্রক্রিয়া এবং তাঁর মর্যাদা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আদম (আঃ)-কে মাটি থেকে তৈরি করেন এবং তাঁকে পূর্ণাঙ্গ রূপ দেন। এর অর্থ হল, আল্লাহ তাঁর শারীরিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পূর্ণ করেন। এরপর আল্লাহ নিজের পক্ষ থেকে একটি বিশেষ "রূহ" বা আত্মা আদমের মধ্যে ফুঁকে দেন। এই রূহ ফুঁকা নোর মাধ্যমে আদম (আঃ)-এর মধ্যে জীবন আসে, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদায় ভূষিত হন।
আল্লাহ যখন আদম (আঃ)-কে তাঁর রূহ দ্বারা জীবিত করেন, তখন ফেরেশতাদের নির্দেশ দেন যে, তারা আদম (আঃ)-এর প্রতি সিজদা (সম্মানসূচক নত হওয়া) করবে। এই সিজদা ছিল আল্লাহর আদেশ পালনের জন্য এবং আদম (আঃ)-এর মর্যাদার স্বীকৃতি হিসেবে। ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করে আদম (আঃ)-কে সম্মান জানায়। তবে ইবলিস (শয়তান) এই আদেশ অমান্য করে, যা তার বিদ্রোহের সূচনা করে এবং পরবর্তীতে তাকে আল্লাহর রহমত থেকে বহিষ্কার করা হয়।
এই আয়াতটি আদম (আঃ)-এর সৃষ্টির মহিমা ও মানব জাতির প্রতি আল্লাহর বিশেষ দয়ার প্রতিফলন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহ আমাদের সৃষ্টির পিছনে একটি বিশেষ উদ্দেশ্য ও মর্যাদা দিয়েছেন, এবং আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
সূরা আল-বাকারাহ ,২:৩0: