Judgement Day | কিয়ামত
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চল মান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
Surah 56 | Al-Waqi'a | আল-ওয়াকিয়া | Verse: 62
- আর অবশ্যই তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্ৰহণ করা না কেন?
- And you have already known the first creation, so will you not remember?
Source : https://www.hadithbd.com/quran/tafsir/ (তাফসীরে জাকারিয়া : )
অর্থাৎ কিভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল তা তোমরা অবশ্যই জান। যে শুক্র দ্বারা তোমাদের অস্তিত্বের সূচনা হয়েছে তা পিতার মেরুদণ্ড থেকে কিভাবে স্থানান্তরিত হয়েছিল, মায়ের গর্ভাশয় যা কবরের অন্ধকার থেকে কোন অংশে কম অন্ধকারাচ্ছন্ন ছিল না তার মধ্যে কিভাবে পর্যায়ক্রমে তোমাদের বিকাশ ঘটিয়ে জীবিত মানুষে রূপান্তরিত করা হয়েছে। [কুরতুবী] কিভাবে একটি অতি ক্ষুদ্র পরমাণু সদৃশ কোষের প্রবৃদ্ধি ও বিকাশ সাধন করে এই মন-মগজ, এই চোখ কান ও এই হাত পা সৃষ্টি করা হয়েছে এবং বুদ্ধি ও অনুভূতি, জ্ঞান ও প্রজ্ঞা, শিল্প জ্ঞান ও উদ্ভাবনী শক্তি, ব্যবস্থাপনা ও অধীনস্ত করে নেয়ার মত বিস্ময়কর যোগ্যতাসমূহ দান করা হয়েছে? [ইবন কাসীর] এটা কি মৃতদের জীবিত করে উঠানোর চেয়ে কম অলৌকিক ও কম বিস্ময়কর? অতএব, তা থেকে এ শিক্ষা কেন গ্ৰহণ করছে না যে, আল্লাহর যে অসীম শক্তিতে দিন রাত এসব আশ্চর্য বিষয়াদি সংঘটিত হচ্ছে তার ক্ষমতায়ই মৃত্যুর পরের জীবন, হাশর নাশার এবং জান্নাত ও জাহান্নামের মত বিষয়াদি সংঘটিত হতে পারে?
"You surely know the origin of your creation. Your existence began from a tiny drop, transferred from your father's backbone, developing stage by stage within the mother’s womb—an environment as dark as any grave. [Qurtubi] From that tiny cell, resembling an atom, you developed into a human being with a mind, heart, eyes, ears, hands, and feet. How astonishing it is that you were given intellect, senses, wisdom, artistry, creativity, management skills, and abilities to lead and organize! [See: Ibn Kathir] Is this not as miraculous and wondrous as bringing the dead back to life?
So why not learn from this that the Almighty power of Allah, which makes these marvels happen day and night, is also capable of bringing about life after death, the Day of Resurrection, and matters of Paradise and Hell?"
A short picture of the Day of Judgment
1. The End of the World (Qiyamah)
The Day of Judgment, known as Yawm al-Qiyamah, begins with the destruction of the world. The trumpet (Sur) will be blown by the angel Israfil, signaling the end of life on earth. Mountains will crumble, the earth will shake violently, and the skies will be torn apart. All living creatures will die, and the universe as we know it will cease to exist.
2. The Second Trumpet: Resurrection
After an unknown period of time, Israfil will blow the trumpet a second time. This will cause all of humanity to be resurrected from their graves. People will rise from the earth in a state of bewilderment and fear, clothed in nothing but the deeds they accumulated during their lives.
3. Gathering of Mankind ( Hashar)
Once resurrected, all of humanity will be gathered on a vast plain known as the Hashar. The sun will be brought close, and people will be overwhelmed by their situation. Some will sweat out of fear, and the intensity of that day will cause unimaginable distress. In this gathering, people will be separated based on their faith, actions, and moral character.
4. The Presentation of Deeds
Angels will bring forth the records of deeds. Every action, word, and intention, no matter how small, will be presented before Allah. The deeds will be weighed on the scales of justice (Mizan). Those whose good deeds outweigh their bad deeds will be saved, while those whose bad deeds outweigh their good will face consequences. The records will either be given in the right hand (a sign of success) or the left hand (a sign of failure).
5. The Intercession
On this day, the Prophet Muhammad (peace be upon him) will intercede for the believers. This intercession will be granted by Allah to alleviate the fear and despair of those who are faithful, providing hope and mercy. The prophets, angels, and righteous individuals will also be allowed to intercede on behalf of others.
6. The Bridge of Sirat
After the judgment, people will be led to cross the Sirat, a bridge thinner than a hair and sharper than a sword, which stretches over the Hellfire. Only those with righteous deeds and the mercy of Allah will successfully cross this bridge and reach paradise. Others will stumble and fall into the Hellfire below.
7.Paradise (Jannah) and Hell (Jahannam)
Those who have passed the test of the Day of Judgment will enter Jannah (Paradise), a place of eternal peace, happiness, and reward for the righteous. The righteous will be blessed with unimaginable pleasures, living in the presence of Allah, enjoying eternal bliss. Conversely, those who rejected faith or whose evil deeds outweighed their good will be cast into Jahannam (Hell), a place of torment and punishment for the wrongdoers.
8. The Final Destiny
Ultimately, everyone’s fate will be sealed on the Day of Judgment. Paradise is the eternal home for those who believed in Allah, followed His commands, and lived righteous lives. Hell is reserved for those who rejected His message and committed injustices. The Day of Judgment serves as the ultimate reminder of accountability and the consequences of human actions in the hereafter.
Surah 44 | Ad-Dukhan | আদ-দুখান | Verse: 10
হুযায়ফা ইবনে আসীদ বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রতি দৃষ্টিপাত করলেন। আমরা তখন পরস্পর কেয়ামতের সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যত দিন তোমরা দশটি আলামত না দেখ, ততদিন কেয়ামত হবে না-(১) পশ্চিম দিক থেকে সূর্যোদয়, (২) দোখান তথা ধুম্র, (৩) দাব্বা (বা বিচিত্র ধরণের প্রাণী), (৪) ইয়াজুজ-মাজুজের আবির্ভাব, (৫) ঈসা আলাইহিস সালাম-এর অবতরণ, (৬) দাজ্জালের আবির্ভাব, (৭) পূর্বে ভূমিধ্বস, (৮) পশ্চিমে ভূমিধ্বস (৯) আরব উপদ্বীপে ভূমিধ্বস, (১০) আদন থেকে এক অগ্নি বের হবে এবং মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে। মানুষ যেখানে রাত্রিযাপন করতে আসবে, অগ্নিও থেমে যাবে, যেখানে দুপুরে বিশ্রামের জন্যে আসবে, সেখানে অগ্নিও থেমে যাবে। [মুসলিম: ২৯০১] এছাড়া কিছু সহীহ ও হাসান হাদীসও একথা প্রমাণ করে যে, ‘দোখান’ ধুম্র কেয়ামতের ভবিষ্যৎ আলামতসমূহের অন্যতম। কুরআনের বাহ্যিক ভাষাও এর সাক্ষ্য দেয়।
continue.....