Egg And Hen | ডিম এবং মুরগি
🐣🐣 ডিম থেকে মুরগি : আল্লাহর সৃষ্টির এক অপূর্ব নিদর্শন
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু
সকল প্রশংসা তাঁরই,
যিনি কিছু না থেকেও জীবন দেন, প্রতিটি সৃষ্টিকে উদ্দেশ্যপূর্ণ করে তোলেন।
- তুমি কি কখনো একটি ডিম হাতে নিয়ে ভেবেছো, এর ভেতরে কী আছে?
- নীরবতা থেকে প্রাণের স্পন্দনে...
ডিম থেকে মুরগি — সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনায়।
📖 ডিমের ভেতরে কী আছে?
ডিম দেখতে খুব সাধারণ —
বাইরে শক্ত খোলস , ভেতরে হলুদ কুসুম ।
কিন্তু এই ডিমের ভেতরে লুকিয়ে আছে একটি জীবন।
- খোলস ছোট্ট একটি ঘরের মতো সুরক্ষা দেয়।
- কুসুম বাচ্চা মুরগির খাবার।
- সাদা অংশ জীবাণু থেকে রক্ষা করে।
- আর একটি ক্ষুদ্র বিন্দু ? সেখান থেকেই শুরু হয় প্রাণ ।
একটি ছোট ডিমের ভেতরেই আছে জীবনের অসীম রহস্য। সুবহানআল্লাহ! কী নিখুঁত করে সৃষ্টি করেছেন আমাদের প্রভু!
📖 অদৃশ্য নির্মাতা
মুরগি নিজে তো বাচ্চাকে তৈরি করে না । সে কেবল ডিম পাড়ে ।
তারপর ?
আল্লাহ শুরু করেন তাঁর নিঃশব্দ সৃষ্টি।
ডিমের ভেতরে :
- কোষ তৈরি হয়।
- হৃদস্পন্দন শুরু হয়।
- চোখ, ডানা, পা তৈরি হয়।
- দেখতে যেন জাদু… কিন্তু এটা জাদু না, এটা আল্লাহর সৃষ্টি।
আল-খালি ক — তিনিই সকল কিছুর স্রষ্টা।
📖 মা মুরগির উষ্ণ ভালোবাসা
ডিম থেকে বাচ্চা হতে হলে তাপ লাগে ।
তাই মা মুরগি ডিমগুলোর ওপর বসে থাকে ।
সে নিজের ঠোঁট দিয়ে ডিমগুলো ঘুরিয়ে দেয় ।
খুব কম সময়ের জন্যই সে উঠে দাঁড়ায় ।
সে কিভাবে জানলো ডিমগুলোকে কীভাবে যত্ন করতে হয় ?
কোনো স্কুল শেখায়নি ।
আল্লাহই তাঁর হৃদয়ে রেখেছেন মমতা ও জ্ঞান।
📖 বাচ্চার জন্মের প্রস্তুতি
প্রতিদিন ধীরে ধীরে বাচ্চা বড় হয় ।
তার হৃদয় স্পন্দিত হয় ।
হাড় তৈরি হয় , পালক গজায় ।
সে ডিমের ভেতরে সুরক্ষিত ভেসে থাকে ।
বাইরের কোনো খাবার বা বাতাস লাগে না ।
আল্লাহই তাকে পুষ্ট করেন কুসুমের মাধ্যমে ।
আল্লাহই তাকে জীবন দেন, এক সেকেন্ড পর এক সেকেন্ডে।
মানুষ হয়তো বাইরে থেকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সবই জানেন।
📖 বাহিরে আসার মুহূর্ত
২১ দিন পর, বাচ্চা মুরগিটি বাইরে আসার জন্য প্রস্তুত হয়।
কিন্তু কিভাবে সে বাইরে বের হবে ?
আল্লাহ তাকে দিয়েছেন ছোট্ট একটি দাঁতের মতো অংশ — “এগ টুথ”।
এটা দিয়েই সে ডিম ভাঙে।
ঠুক্ ঠুক্ ঠুক্......
ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে সেই চেষ্টা ।
কিন্তু সেই সংগ্রামই তাকে করে