Skip to main content

Credit Score | ক্রেডিট স্কোর


| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |

  • যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |

  • যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |


In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু


আজকের দুনিয়ায় আমাদের ক্রেডিট স্কোর বলে দেয় আমরা আর্থিকভাবে কতটা বিশ্বস্ত ও দায়িত্বশীল । ঠিক তেমনিভাবে , কুরআনের দৃষ্টিতে আমাদের প্রতিটি কাজ, কথাবার্তা, নিয়ত — সবকিছু হিসাব হচ্ছে , যাকে বলা যায় আখিরাতের ক্রেডিট স্কোর । আল্লাহ্‌ বলেন , " যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে। আর যে অণু পরিমাণ খারাপ কাজ করবে, সেও তা দেখবে ।" (সূরা যিলযাল ৯৯:৭-৮) । আমরা যদি আল্লাহর আদেশ পালন করি, নামাজ কায়েম করি, গীবত ও প্রতারণা থেকে বিরত থাকি, তাহলে আমাদের ‘স্কোর’ বাড়তে থাকে , যা কিয়ামতের দিন আমাদের জান্নাতে পৌঁছে দিতে পারে । পক্ষান্তরে, যদি আমরা অহংকার করি, অন্যের হক নষ্ট করি, আল্লাহর দেওয়া বিধান অমান্য করি — তাহলে সেই ‘স্কোর’ কমে যায় এবং তার পরিণতি হতে পারে জাহান্নাম । কুরআনে বলা হয়েছে , "যারা নিজের রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং আত্মাকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করে , নিশ্চয়ই জান্নাতই হবে তার আশ্রয়স্থল ।" (সূরা আন-নাজিয়াত ৭৯:৪০-৪১)।

সুতরাং, যেমন দুনিয়ার ব্যাংক আমাদের আর্থিক লেনদেন দেখে স্কোর দেয়, তেমনি আখিরাতে আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখে সিদ্ধান্ত দিবেন — আমাদের গন্তব্য জান্নাত হবে, নাকি জাহান্নাম । প্রকৃত প্রশ্ন হলো : আপনি আসলে কোন পথে আছেন ? আপনার গন্তব্য কি চূড়ান্ত সফলতা (জান্নাত) না কি চূড়ান্ত ক্ষতি (জাহান্নাম )?


✅ যে কাজগুলো – জান্নাতের পথে নেয়

আপনার প্রতিটি ভালো কাজ আখিরাতে আল্লাহর কাছে আপনার জন্য সঞ্চিত হচ্ছে । আল্লাহ বলেন: " যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে। " - সূরা যিলযাল (৯৯:৭)


  • পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় - সূরা আল-বাকারা ২:৩
  • যাকাত দেওয়া - সূরা আত-তাওবা ৯:১০৩
  • দান-সদকা করা - সূরা আল-বাকারা ২:২৭৪
  • গরিব-মিসকিনদের সাহায্য - সূরা আল-ইনসান ৭৬:৮-৯
  • সত্য কথা বলা ও সততা রক্ষা - সূরা আহযাব ৩৩:৭০

  • প্রতারণা না করা - সূরা আল-মুতাফফিফিন ৮৩:১-৩
  • ওয়াদা পালন করা - সূরা বনি ইসরাঈল ১৭:৩৪
  • আমানত রক্ষা করা - সূরা আল-মু’মিনুন ২৩:৮
  • পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার - সূরা আল-ইসরা ১৭:২৩
  • আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা - সূরা মুহাম্মাদ ৪৭:২২-২৩

  • প্রতিবেশীর হক আদায় - সূরা আন-নিসা ৪:৩৬
  • স্ত্রী-সন্তানের হক আদায় - সূরা আত-তাহরীম ৬৬:৬
  • পর্দা রক্ষা করা - সূরা আন-নূর ২৪:৩০-৩১
  • দৃষ্টি সংযত রাখা - সূরা আন-নূর ২৪:৩০
  • আল্লাহর জিকির করা - সূরা আর-রাঅদ ১৩:২৮

  • কুরআন তিলাওয়াত করা - সূরা ফাতির ৩৫:২৯
  • জ্ঞানার্জন করা - সূরা আয-যুমার ৩৯:৯
  • দ্বীনি জ্ঞান শেখা ও শেখানো - সূরা আত-তাওবা ৯:১২২
  • হালাল উপার্জন করা - সূরা আল-বাকারা ২:১৬৮
  • অন্যদের উপকারে আসা - সূরা আল-বাকারা ২:১৭৭

  • বিনয়ী ও নম্র থাকা - সূরা লুকমান ৩১:১৮
  • গীবত এড়িয়ে চলা - সূরা হুজুরাত ৪৯:১২
  • প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা - সূরা আশ-শুরা ৪২:৪০
  • গোপনে দান করা - সূরা আল-বাকারা ২:২৭১
  • রমজানের রোজা রাখা - সূরা আল-বাকারা ২:১৮৩

  • সত্য ও ইনসাফের পক্ষে থাকা - সূরা আল-বাকারা ২:১৭৭
  • নিজের গোনাহের জন্য তাওবা করা - সূরা আয-যুমার ৩৯:৫৩
  • অনর্থক কথা পরিহার করা - সূরা আল‑মুমিনূন ২৩:৩
  • বিপদে ধৈর্য ধারণ - সূরা আল‑বাকারা ২:১৫৫‑১৫৭
  • অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা - সূরা ইবরাহীম ১৪:৭

  • বিবদমান লোকের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন করা - সূরা হুজুরাত ৪৯:৯‑১০
  • মুমিনদের জন্য দোয়া করা - সূরা আল‑হাশর ৫৯:১০
  • গরীবদের খাবার প্রদান করা - সূরা আল‑ইনসান ৭৬:৮
  • অতিথিদের সম্মান করা - সূরা আয-যারিয়াত ৫১:২৪‑২৭
  • এতিমদের প্রতি সদ্ব্যবহার - সূরা আদ্‑দুহা ৯৩:৯‑১০

  • কোমল ভাষায় কথা বলা - সূরা ত্বা‑হা ২০:৪৪-৪৫
  • কেউ সালাম দিলে উত্তরে উত্তম সালাম দেওয়া - সূরা আন‑নিসা ৪:৮৬
  • ইস্তিগফার করা (ক্ষমা প্রার্থনা) - সূরা আলে‑ইমরান ৩:১৩৫‑১৩৬
  • হিংসা ও বিদ্বেষমুক্ত থাকা - সূরা আল‑হাশর ৫৯:১০
  • পরামর্শ‑ভিত্তিক সিদ্ধান্ত (শূরা) - সূরা আলে‑ইমরান ৩:১৫৯

  • ঋণ লিখিতভাবে চুক্তিবদ্ধ করা - সূরা আল‑বাকারা ২:২৮২
  • পরিমাপ ও ওজন‑এ ইনসাফ রক্ষা - সূরা আল‑ইসরা ১৭:৩৫
  • ভ্রমণকারীদের জন্য নিরাপদ পানীয় জল ব্যবস্থা করা - সূরা আত‑তাওবা ৯:১৯
  • পরিবেশ রক্ষা ও পৃথিবীতে অনর্থ সৃষ্টি না করা - সূরা আল‑আরাফ ৭:৫৬
  • দান-খয়রাত - সূরা আন‑নিসা ৪:১১৪

  • তাহাজ্জুদ/কিয়ামুল্লাইল নামাজ - সূরা আদ্‑ধারিয়াত ৫১:১৭‑১৮
  • সত্যনিষ্ঠ উপদেশ দেওয়া - সূরা আল‑আসর ১০৩:৩
  • ন্যায়সঙ্গতভাবে উইল/ওসিয়ত করা - সূরা আল‑বাকারা ২:১৮০
  • অপচয় না করা - সূরা আল‑আনআম ৬:১৪১

  • .....Continue.....

❌ যে কাজগুলো – জাহান্নামের দিকে ঠেলে দেয়

আপনার প্রতিটি খারাপ কাজের হিসাব রাখা হচ্ছে, যেন কেউ বেখেয়াল না থাকে । আল্লাহ বলেন: " আর যে অণু পরিমাণ খারাপ কাজ করবে, সেও তা দেখবে। "- সূরা যিলযাল (৯৯:৮)


  • মিথ্যা বলা - সূরা আল-বাকারা ২:৯-১০

  • সুদ (রিবা) লেনদেন - সূরা আল-বাকারা ২:২৭৫

  • ঈমানহীন অবস্থায় মৃত্যু - সূরা আন-নিসা ৪:১৮

  • কুফর ও শিরক করা - সূরা আন-নিসা ৪:৪৮

  • আল্লাহর বিধান অমান্য করা - সূরা আন-নিসা ৪:৫৯

  • মদ বা নেশা গ্রহণ - সূরা আল-মায়েদা ৫:৯০-৯১

  • অহংকার করা - সূরা আল-আ’রাফ ৭:১৪৬

  • অপচয় করা - সূরা আল-ইসরা ১৭:২৬-২৭

  • পিতা-মাতার সাথে দুর্ব্যবহার - সূরা লুকমান ৩১:১৪-১৫

  • আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা - সূরা মুহাম্মাদ ৪৭:২২-২৩

  • অন্যকে ছোট করা বা তাচ্ছিল্য - সূরা হুজুরাত ৪৯:১১

  • গীবত ও অপবাদ দেওয়া - সূরা হুজুরাত ৪৯:১২

  • নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা - সূরা মারইয়াম ১৯:৫৯

  • সময় অপচয় করা ও নিরর্থক কাজে লিপ্ত - সূরা আল-মু’মিনুন ২৩:৩

  • অশ্লীলতা বা নগ্নতা - সূরা আন-নূর ২৪:১৯

  • দৃষ্টি নিয়ন্ত্রণ না রাখা - সূরা আন-নূর ২৪:৩০-৩১

  • কুরআনের শিক্ষা উপেক্ষা করা - সূরা আল-ফুরকান ২৫:৩০

  • হিংসা ও বিদ্বেষ পোষণ - সূরা আল-হাশর ৫৯:১০

  • প্রতারণা বা ঠকানো - সূরা আল-মুতাফফিফিন ৮৩:১-৩

  • গরীবদের অবহেলা সূরা আল-মাউন ১০৭:১-৩


  • .....Continue.....

In today’s world, our credit score reflects how financially trustworthy and responsible we are. Similarly, from the Qur’anic perspective, every action, word, and intention of ours is being recorded—this can be thought of as our credit score for the Hereafter. Allah says: "So whoever does an atom’s weight of good will see it, and whoever does an atom’s weight of evil will see it." (Surah Az-Zalzalah 99:7–8) . If we obey Allah’s commands, establish prayer, and stay away from gossip and deception, then our spiritual score increases—something that can lead us to Paradise on the Day of Judgment. On the other hand, if we indulge in arrogance, violate others' rights, or disobey Allah’s guidance, our score drops—and the result can be Hellfire. The Qur’an says: "But as for he who feared standing before his Lord and restrained himself from evil desires — then indeed, Paradise will be his refuge." (Surah An-Nazi'at 79:40–41).

So just as banks assess our financial transactions to determine our worldly credit score, in the Hereafter, Allah will judge each of our deeds to decide whether our destination will be Paradise or Hell. The real question is: What path are you truly on? Are you heading toward eternal success (Paradise) or devastating loss (Hell) ?

✅ Positive Actions – Towards Jannah (Paradise)

Every good deed you do is being stored with Allah for the Hereafter. Allah says: "So whoever does an atom's weight of good will see it." — Surah Az-Zalzalah (99:7)


  • Offering the five daily prayers regularly - Surah Al-Baqarah 2:3

  • Earning through lawful (Halal) means - Surah Al-Baqarah 2:168

  • Benefiting others and doing good - Surah Al-Baqarah 2:177

  • Standing for truth and justice - Surah Al-Baqarah 2:177

  • Writing wills justly - Al‑Baqarah 2:180

  • Writing contracts when lending - Al‑Baqarah 2:282

  • Fasting during Ramadan - Surah Al-Baqarah 2:183

  • Giving charity secretly - Surah Al-Baqarah 2:271

  • Giving charity and donations (Sadaqah) - Surah Al-Baqarah 2:274

  • Making istighfār (seeking forgiveness) - Āl‑ʿImrān 3:135–136

  • Consulting others in affairs (shūrā) -  Āl‑ʿImrān 3:159

  • Fulfilling the rights of neighbors - Surah An-Nisa 4:36

  • Returning greetings with better ones - An‑Nisāʾ 4:86

  • Charity / Zakat - An‑Nisāʾ 4:114

  • Praying the night prayer (Qiyām) - An‑Nisāʾ 4:114

  • Avoiding waste -  Al‑Anʿām 6:141

  • Protecting the environment & not causing corruption on earth -  Al‑Aʿrāf 7:56

  • Providing safe drinking water to travellers - At‑Tawbah 9:19

  • Giving Zakat - Surah At-Tawbah 9:103

  • Learning and teaching religious knowledge - Surah At-Tawbah 9:122

  • Engaging in the remembrance of Allah (Dhikr) - Surah Ar-Ra’d 13:28

  • Being grateful for blessings - Ibrāhīm 14:7

  • Being kind to parents - Surah Al-Isra 17:23

  • Fulfilling promises - Surah Bani Isra'il 17:34

  • Being fair in measurements & business -  Al‑Isrāʾ 17:35

  • Speaking gently -  Ṭā‑Hā 20:44-45

  • Lowering the gaze - Surah An-Nur 24:30

  • Protecting trusts (Amanah) - Surah Al-Mu’minun 23:8

  • Observing modesty and covering - Surah An-Nur 24:30-31

  • Being humble and modest - Surah Luqman 31:18

  • Speaking the truth and maintaining honesty - Surah Al-Ahzab 33:70

  • Reciting the Qur’an - Surah Fatir 35:29

  • Acquiring knowledge - Surah Az-Zumar 39:9

  • Repenting sincerely for sins - Surah Az-Zumar 39:53

  • Forgiving instead of taking revenge - Surah Ash-Shura 42:40

  • Maintaining family ties - Surah Muhammad 47:22-23

  • Reconciling between people - Al‑Hujurāt 49:9–10

  • Avoiding backbiting - Surah Al-Hujurat 49:12

  • Honouring guests - Adh‑Dhāriyāt 51:24–27 (example of Ibrāhīm AS)

  • Making duʿāʾ for believers - Al‑Hashr 59:10

  • Being free from envy and hatred - Al‑Ḥashr 59:10

  • Fulfilling the rights of wife and children - Surah At-Tahrim 66:6

  • Providing food to the needy - Al‑Insān 76:8

  • Helping the poor and needy - Surah Al-Insan 76:8-9

  • Avoiding deceit and fraud - Surah Al-Mutaffifin 83:1-3

  • Treating orphans kindly - Ad‑Duḥā 93:9–10

  • Giving sincere advice -  Al‑ʿAṣr 103:3


  • .....Continue.....

❌ Negative Actions – Towards Jahannam (Hell)

Every bad deed you do is being recorded, so that no one remains heedless. Allah says: "And whoever does an atom's weight of evil will see it." — Surah Az-Zalzalah (99:8)

  • Neglecting or abandoning prayer – Surah Maryam 19:59
  • Lying – Surah Al-Baqarah 2:9-10
  • Deceit and fraud – Surah Al-Mutaffifin 83:1-3
  • Engaging in interest (Riba) – Surah Al-Baqarah 2:275
  • Neglecting or ignoring the poor – Surah Al-Ma'un 107:1-3

  • Indecency or obscenity – Surah An-Nur 24:19
  • Backbiting and slandering – Surah Al-Hujurat 49:12
  • Mocking or belittling others – Surah Al-Hujurat 49:11
  • Arrogance and pride – Surah Al-A’raf 7:146
  • Not lowering the gaze (immodesty) – Surah An-Nur 24:30-31

  • Cutting off family ties – Surah Muhammad 47:22-23
  • Mistreating parents – Surah Luqman 31:14-15
  • Wastefulness and extravagance – Surah Al-Isra 17:26-27
  • Wasting time in vain or useless activities – Surah Al-Mu’minun 23:3
  • Disobeying Allah’s commandments – Surah An-Nisa 4:59

  • Neglecting the teachings of the Qur’an – Surah Al-Furqan 25:30
  • Dying without faith (Iman) – Surah An-Nisa 4:18
  • Harboring envy and hatred – Surah Al-Hashr 59:10
  • Consuming intoxicants (alcohol or drugs) – Surah Al-Ma’idah 5:90-91
  • Committing disbelief (Kufr) and associating partners with Allah (Shirk) – Surah An-Nisa 4:48

  • .....Continue.....