Few Word
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
Surah 83 | Al-Mutaffifin | আল-মুতাফফিফীন | Verse: 18 - 20
- (ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল ্লিয়ীনে (সংরক্ষিত) আছে ।
- আর কিসে আপনাকে জানাবে ইল্লিয়্যীন কী ?
- ওটা হচ্ছে লিপিবদ্ধ আমলনামা ।
- No! Indeed, the record of the righteous is in 'illiyyun.
- And what can make you know what is 'illiyyun?
- It is [their destination recorded in] a register inscribed
Surah 83 | Al-Mutaffifin | আল-মুতাফফিফীন | Verse: 7 - 20
- না, না, কখনই না; পাপাচারীদের ‘আমলনামা নিশ্চয়ই **সিজ্জীনে ** থাকে;
- আর কিসে আপনাকে জানাবে সিজ্জীন কী?
- ওটা হচ্ছে লিপিবদ্ধ আমলনামা ।
- No! Indeed, the record of the wicked is in sijjeen.
- And what can make you know what is sijjeen?
- It is [their destination recorded in] a register inscribed
Surah 83 | Al-Mutaffifin | আল-মুতাফফিফীন | Verse: 27 - 28
- আর তার মিশ্রণ হবে **তাসনীমের, **
- ওটা একটা ঝর্ণা, যাত্থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
- And its mixture is of Tasneem,
- A spring from which those near [to Allah] drink.
[ কাতাদা (রহ.) হলেন তাবেয়ীন যুগের একজন বিশিষ্ট মুফাসসির, হাদীস বর্ণনাকারী এবং ইল মে তাফসীর ও হাদীসে গভীর জ্ঞানসম্পন্ন আলেম। পূর্ণ নাম: কাতাদা ইবন দিআমা আস-সাদূসী জন্ম: প্রায় ৬০ হিজরি সালে, বাসরা (ইরাক) শহরে। মৃত্যু: ১১৭ হিজরি, হজ্জ পালন শেষে মক্কা থেকে ফেরার পথে ইন্তেকাল করেন। ]