Husband Wife / স্বামী-স্ত্রী
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
ইসলামের দৃষ্টিতে, স্বামী-স্ত্রী সম্পর্ক এক অপরের প্রতি গভীর শ্রদ্ধা, সহানুভূতি এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে তোলা হয়। পরিবার হলো সমাজের ভিত্তি, এবং স্বামী-স্ত্রী এই পরিবার কাঠামোর মূল স্তম্ভ। ইসলামে এই সম্পর্ককে একটি পবিত্র চুক্তি হিসেবে বিবেচনা করা হয়, যা আল্লাহর আদেশ এবং ন ৈতিক নীতির উপর প্রতিষ্ঠিত।
ইসলামের দৃষ্টিতে, স্বামী-স্ত্রী একে অপরকে সহায়তা এবং সম্মান প্রদর্শন করে, তাদের অধিকার এবং দায়িত্ব পালন করে একটি সুখী এবং শান্তিপূর্ণ পরিবার গঠন করতে উৎসাহিত হন। স্বামী-স্ত্রীর এই সম্পর্ক কেবল ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং একটি সুস্থ পারিবারিক ও সামাজিক পরিবেশ সৃষ্টির জন্যও অপরিহার্য। যদি স্বামী ও স্ত্রী তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন, তাহলে পরিবারে শান্তি ও সমঝোতা বজায় থাকে, যা সমাজের কল্যাণে অবদান রাখে।
স্ত্রী-স্বামী সম্পর্কের মধ্যে সাহায্য ও সহযোগিতা, প্রেম ও মাধুর্য, এবং পরস্পরের অধিকার সম্মানের গুরুত্ব অপরিসীম। স্বামীকে স্ত্রীর প্রতি সহানুভূতি প্রদর্শন ও পারিবারিক কাজে সহায়তা প্রদান করা জরুরি, যা সম্পর্ককে মজবুত করে এবং স্ত্রীর সুখ ও শান্তি বৃদ্ধি করে। একইভাবে, স্বামী-স্ত্রীকে একে অপরের প্রতি প্রেম ও মাধুর্য প্ রদর্শন করতে হবে, যা সম্পর্কের দৃঢ়তা ও পারিবারিক জীবনে সুখ এনে দেয়। পরস্পরের অধিকার সম্মান করা এবং পরিবারিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা, সম্পর্কের ভারসাম্য বজায় রাখে এবং পরিবারে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে।
Related veses in Quran:
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Surah 24 | An-Nur | আন-নূর | Verse: 6 - 10
- আর যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয়, কিন্তু নিজেদের ছাড়া তাদের অন্য কোন সাক্ষী না থাকে, এ রকম প্রত্যেক লোকের সাক্ষ্য এভাবে হবে যে, সে চারবার আল্লাহর নামে শপথ করে বলবে যে, সে অবশ্যই সত্যবাদী ।
- আর পঞ্চমবারে বলবে যে, সে যদি মিথ্যেবাদী হয় তবে তার উপর আল্লাহর লা’নত পতিত হবে।