Skip to main content

Surah 101: Al Qari’a


| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |

  • যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |

  • যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |


Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com


(The Striking Calamity)


Surah Al-Qari'ah, the 101st chapter of the Quran, was revealed in Makkah and focuses on the Day of Judgment and the accountability of individuals for their actions. The word "Al-Qari'ah" means "The Striking Calamity," indicating the profound disturbance and importance of the Day of Judgment when everyone will be called to account for their deeds.

This Surah serves as a powerful reminder of the temporary nature of worldly life and the importance of living a righteous life in preparation for the Hereafter. It highlights the reality of resurrection and judgment, emphasizing that each person will be judged based on their actions—both good and bad. The Surah urges us to reflect on our deeds and encourages believers to strive for righteousness while seeking Allah's mercy.


Verses from the Quran

Translet (Saiah International)

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.

  1. The Striking Calamity.
  2. What is the Striking Calamity?
  3. And what can make you know what is the Striking Calamity?
  4. It is the Day when people will be like moths, dispersed,
  5. And the mountains will be like wool, fluffed up.
  6. Then as for one whose scales are heavy [with good deeds],
  7. He will be in a pleasant life.
  8. But as for one whose scales are light,
  9. His refuge will be an abyss.
  10. And what can make you know what that is?
  11. It is a Fire, intensely hot.

What Allah Says

This Surah has 11 verses and talks about the Day of Judgment. In this surah, Allah describes the Striking Calamity, a term for the Day of Judgment. He poses a rhetorical question to emphasize the severity and significance of this day: "What is the Striking Calamity?" and "What can make you know what is the Striking Calamity?"

Allah explains that on this day, people will be like scattered moths, illustrating the widespread chaos and confusion. The mountains, usually symbols of stability, will be like fluffed-up wool, showing the complete disintegration of the natural world.

Then, Allah discusses the fate of individuals based on their deeds. Those whose scales are heavy with good deeds will enjoy a pleasant life in paradise. Conversely, those whose scales are light will find their refuge in an abyss. To emphasize the horror of this fate, Allah again uses a rhetorical question: "And what can make you know what that is?" He answers that it is a Fire, intensely hot, highlighting the severe punishment for those lacking good deeds.


Lessons

Reflecting on the profound messages in this Surah, we are reminded of the need to lead a life rich in good deeds and righteousness. It's crucial to assess our actions and make decisions that align with Allah’s guidance. We should remain conscious of our deeds, knowing that they hold great significance in the afterlife. Additionally, we should ask Allah for His mercy and forgiveness through sincere dua, understanding that our choices have consequences and striving to avoid actions that will lead to regret.

Reflection on The Importance of Good Deed: The Surah highlights that our ultimate success lies in accumulating good deeds. It motivates us to engage in acts of kindness, charity, and righteousness, knowing that these actions will weigh favorably on the Day of Judgment.

Reflection on The Day of Judgement: This Surah vividly depicts the events of the Day of Judgment, urging us to recognize the reality of this day. It calls us to prepare ourselves through righteous living, knowing that every action will be accounted for.

Reflection on Accountability for Actions: This Surah emphasizes that every individual will be held accountable for their deeds. It encourages us to reflect on our actions daily and to seek forgiveness for our shortcomings, understanding that accountability is an essential part of our faith.

.
.
.

Duaa

  • O Allah, inspire me to perform good deeds and to contribute positively to the lives of others. Help me to prioritize my actions in a way that earns Your pleasure and reflects Your guidance. Ameen.
  • O Allah, make me aware of the reality of the Day of Judgment and guide me to live a life that pleases You. Help me to remember that this life is temporary and that my actions have eternal consequences. Ameen.
  • O Allah, give me the strength to acknowledge my shortcomings and the courage to seek Your forgiveness. Help me to be aware of my actions and to work towards becoming a better person. Ameen.

.
.
.


Bangla

অনুবাদ (আল-বায়ান / তাইসিরুল / মুজিবুর রহমান)

পরম দয়ালু, পরম মেহেরবান, আল্লাহর নামে।

  1. মহা বিপদ
  2. কী সেই মহা বিপদ?
  3. মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?
  4. সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
  5. আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।
  6. অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
  7. সে সুখী জীবন যাপন করবে।
  8. আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,
  9. (জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।
  10. তুমি কি জান তা কী?
  11. জ্বলন্ত আগুন।

সূরা আল-কারিয়াহ, কুরআনের ১০১তম সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। এটি কিয়ামতের দিন এবং মানুষের আমলসমূহের হিসাব নিয়ে আলোচনা করে। "আল-কারিয়াহ" শব্দের মানে "ভয়াবহ বিপর্যয়," যা কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা এবং গুরুত্ব বোঝায়, যখন সবাই তাদের কাজের হিসাব দিবে।

এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং পরকালীন জীবনের জন্য সৎভাবে জীবনযাপন করা জরুরি। এতে পুনর্জন্ম এবং বিচার দিবসের বাস্তবতা তুলে ধরা হয়েছে, যা নির্দেশ করে যে প্রতিটি মানুষ তাদের ভালো ও মন্দ কাজের ভিত্তিতে বিচারিত হবে।সূরাটি আমাদেরকে আমাদের কাজের ওপর চিন্তা করতে এবং আল্লাহর রহমতের জন্য চেষ্টা করতে উৎসাহিত করে। এই সূরা ১১টি আয়াত নিয়ে গঠিত এবং কিয়ামতের দিন নিয়ে আলোচনা করে। এতে আল্লাহ কিয়ামতের দিনকে "ভয়াবহ বিপর্যয়" হিসেবে বর্ণনা করেছেন। এই দিনের ভয়াবহতা এবং গুরুত্ব বোঝাতে আল্লাহ একাধিক প্রশ্ন তুলেছেন: "ভয়াবহ বিপর্যয় কী?" এবং "তুমি কীভাবে জানবে যে ভয়াবহ বিপর্যয় কী?"

আল্লাহ বলেন যে কিয়ামতের দিনে মানুষ হবে ছড়িয়ে পড়া মথির মতো, যা বিশাল বিশৃঙ্খলা ও বিভ্রান্তি বোঝায়। পর্বতগুলি, যা সাধারণত স্থিতিশীলতার প্রতীক, সেদিন তুলার মতো ফাঁপা হয়ে যাবে, যা প্রকৃতির সম্পূর্ণ ধ্বংসের চিত্র তুলে ধরে।

এরপর আল্লাহ মানুষের আমল অনুযায়ী তাদের পরিণতি বর্ণনা করেন। যারা ভালো আমলে ভারী তাদের পাল্লা, তারা জান্নাতে সুখী জীবন কাটাবে। অন্যদিকে, যারা মন্দ আমলে ভারী তাদের পাল্লা, তারা একটি গভীর গহ্বরে পড়বে। এই ভয়াবহ পরিণতির ভয়াবহতা তুলে ধরতে আল্লাহ আবারও একটি প্রশ্ন করেন: "আর তুমি কীভাবে জানবে যে তা কী?" এবং উত্তর দেন যে এটি একটি অত্যন্ত গরম আগুন, যা ভালো আমলহীনদের জন্য কঠোর শাস্তি নির্দেশ করে।


শিক্ষা ও দোয়া

এই সূরার আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের জীবনকে সৎ কাজ ও ন্যায়ের পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি। প্রতিদিনের কাজগুলো আল্লাহর নির্দেশনার সাথে মিলিয়ে দেখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের কাজগুলো আখিরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করা এবং আমাদের কাজের ফলাফলের কথা ভেবে সঠিক পথে থাকা উচিত।

সৎ কাজের গুরুত্ব: এই সূরাটি আমাদের মনে করিয়ে দেয় যে, সৎ কাজই আমাদের চূড়ান্ত সফলতার মূল চাবিকাঠি। এটি আমাদেরকে দান-সদকা ও ভাল কাজ করার জন্য উৎসাহিত করে, কারণ এই কাজগুলো কিয়ামতের দিন আমাদের পক্ষে দাঁড়াবে।

কিয়ামতের দিন নিয়ে প্রতিফলন: এই সূরা কিয়ামতের দিনের ঘটনাগুলোকে আমাদের সামনে তুলে ধরে, যা আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে, তাই আমাদের ন্যায় পথে চলতে হবে।

কাজের জবাবদিহিতা: এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। প্রতিদিন আমাদের কাজের দিকে তাকিয়ে, ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ জবাবদিহিতা আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ।

দোয়া:

হে আল্লাহ, আমাকে সৎ কাজ করতে অনুপ্রাণিত করুন এবং অন্যদের জীবনে ভাল প্রভাব রাখতে সহায়তা করুন। আমাকে এমন কাজ করতে সাহায্য করুন যা আপনার সন্তুষ্টি অর্জন করে।
হে আল্লাহ, আমাকে কিয়ামতের দিনের বাস্তবতা স্মরণ করিয়ে দিন এবং আমাকে এমন জীবনযাপন করতে সাহায্য করুন যা আপনাকে সন্তুষ্ট করে।
হে আল্লাহ, আমাকে আমার ভুলগুলো বোঝার শক্তি দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন

.
.
.