Sajdah | সাজদাহ
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Related veses in Quran:
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Surah 22 | Al-Hajj | আল-হজ্জ | Verse: 77
- হে মুমিনগণ! তোমরা রুকূ’ কর, সিজদা কর এবং তোমাদের রব-এর ইবাদাত কর ও সৎকাজ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। [সাজদাহ] ۩
- O you who have believed, bow and prostrate and worship your Lord and do good - that you may succeed. [Sajdah] ۩
Surah 25 | Al-Furqan | আল-ফুরকান | Verse: 60
- আর যখন তাদেরকে বলা হয়, তোমরা ‘রহমান’ কে সিজদা কর, তখন তারা বলে, রহমান কী আবার? তুমি আমাদেরকে আদেশ করলেই কি আমরা সিজদা করব? আর এটা তাদের পলায়নপরতাই বৃদ্ধি করে। [সাজদাহ] ۩
- He who created the heavens and the earth and what is between them in six days and then established Himself above the Throne - the Most Merciful, so ask about Him one well informed.
Surah 25 | Al-Furqan | আল-ফুরকান | Verse: 63 - 65
- আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’।
- এবং তারা রাত অতিবাহিত করে তাদের রব-এর উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে ।
- এবং তারা বলে, হে আমাদের রব! আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন ; জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক ।
- And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say [words of] peace,
- And those who spend [part of] the night to their Lord prostrating and standing [in prayer]
- And those who say, "Our Lord, avert from us the punishment of Hell. Indeed, its punishment is ever adhering;
Surah 32 | As-Sajda | আস-সাজদাহ | Verse: 15
- আমাদের নিদর্শনাবলীতে কেবল তারাই বিশ্বাস করে যাদেরকে এর দ্বারা উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে আর তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তারা অহংকার করে না । [সাজদাহ] ۩
- Only those believe in Our verses who, when they are reminded by them, fall down in prostration and exalt [Allah] with praise of their Lord, and they are not arrogant. [Sajdah] ۩
Surah 38 | Ṣād | সোয়াদ | Verse: 17 - 25
- তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন আমাদের শক্তিশালী বান্দা দাউদের কথা ; তিনি ছিলেন খুব বেশী আল্লাহ অভিমুখী ।
- নিশ্চয় আমরা অনুগত করেছিলাম পর্বতমালাকে , যেন এগুলো সকাল-সন্ধ্যায় তার (দাউদ (আঃ) সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে ,
- আর সমবেত পাখীদেরকেও (অনুগত করেছিলাম) তার , প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী ।
- আর আমরা তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম , আর তাকে দিয়েছিলাম জ্ঞান-বুদ্ধি-বিচক্ষণতা আর বিচারকার্য ও কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা ।
- আপনার কাছে বিবদমান লোকদের বৃত্তান্ত পৌছেছে কি ? যখন তারা প্রাচীর ডিঙিয়ে আসল ইবাদাতখানায় প্রব েশ করল ,
- এবং দাউদের নিকট পৌঁছল তখন তাদের কারণে তিনি ভীত হয়ে পড়লেন । তারা বলল , ভীত হবেন না , আমরা দুই বিবাদমান পক্ষ — আমরা একে অপরের উপর যুল্ম করেছি; অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন , অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন ।
- এ হচ্ছে আমার ভাই , এর আছে নিরানব্বইটা দুম্বী , আর আমার আছে মাত্র একটা দুম্বী ; তবুও সে বলে - এটি আমার তত্ত্বাবধানে দিয়ে দাও , আর সে যুক্তি-তর্কে আমার প্ৰতি প্রাধান্য বিস্তার করেছে ।
- দাউদ বললেন , তোমার ভেড়ীটিকে তার ভেড়ীগুলোর সঙ্গে যুক্ত করার দাবী করে সে তোমার প্রতি যুলুম করেছে । আর শরীকদের অনেকে একে অন্যের উপর তো সীমালঙ্ঘন করে থাকে — করে না শুধু যারা ঈমান আনে এবং সৎকাজ করে , আর তারা সংখ্যায় স্বল্প । আর দাউদ বুঝতে পারলেন , আমরা তো তাকে পরীক্ষা করলাম । অতঃপর তিনি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নত হয়ে লুটিয়ে পড়লেন , আর তাঁর অভিমুখ ী হলেন । [সাজদাহ]
- অতঃপর আমরা তার ক্ৰটি ক্ষমা করলাম । আর নিশ্চয় আমাদের কাছে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তনস্থল ।
[ দাঊদ (আ)-এর এই কাজ কি ছিল, যার জন্য তাঁকে ত্রুটি স্বীকার এবং তওবা, ক্ষমাপ্রার্থনা ও অনুতাপ প্রকাশ করার অনুভূতি হল এবং আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে দিলেন। কুরআন কারীমে এর বিস্তারিত আলোচনা পাওয়া যায় না এবং কোন সহীহ হাদীসেও এ বিষয়ে কোন স্পষ্ট বর্ণনা নেই । ]
- Be patient over what they say and remember Our servant, David, the possessor of strength; indeed, he was one who repeatedly turned back [to Allah].
- Indeed, We subjected the mountains [to praise] with him (David), exalting [Allah] in the [late] afternoon and [after] sunrise.
- And the birds were assembled, all with him repeating [praises].
- And We strengthened his kingdom and gave him wisdom and discernment in speech.
- And has there come to you the news of the adversaries, when they climbed over the wall of [his] prayer chamber
- When they entered upon David and he was alarmed by them? They said, "Fear not. [We are] two adversaries, one of whom has wronged the other, so judge between us with truth and do not exceed [it] and guide us to the sound path.
- Indeed this, my brother, has ninety-nine ewes, and I have one ewe; so he said, 'Entrust her to me,' and he overpowered me in speech."
- [David] said, "He has certainly wronged you in demanding your ewe [in addition] to his ewes. And indeed, many associates oppress one another, except for those who believe and do righteous deeds - and few are they." And David became certain that We had tried him, and he asked forgiveness of his Lord and fell down bowing [in prostration] and turned in repentance [to Allah]. [Sajdah]
- So We forgave him that; and indeed, for him is nearness to Us and a good place of return.
[ What was the act of Dawud (A.S.) that led him to feel the need to acknowledge his mistake, repent, seek forgiveness, and express remorse — and for which Allah, the Exalted, forgave him? The Qur'an does not provide detailed discussion on this matter, nor is there any clear narration in any authentic Hadith regarding it.]
Surah 41 | Fussilat | ফুসসিলাত | Verse: 37 - 38
- আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন , সূর্য ও চাঁদ । তোমরা সূর্যকে সিজদা করো না , চাঁদকেও নয় ; আর সিজদা কর আল্লাহকে , যিনি এগুলো সৃষ্টি করেছেন , যদি তোমরা প্রকৃতই তাঁর ইবাদাত কর ।
- অতঃপর তারা যদি অহংকার করে তবে (তারা জেনে নিক যে) , আপনার প্রতিপালকের নিকটে যারা রয়েছে তারা দিন-রাত তাঁর মাহাত্ম্য বর্ণনায় লিপ্ত আছে , আর তারা কখনও ক্লান্তিবোধ করে না । [সাজদাহ]
- And of His signs are the night and day and the sun and moon. Do not prostrate to the sun or to the moon, but prostate to Allah, who created them, if it should be Him that you worship.
- But if they are arrogant - then those who are near your Lord exalt Him by night and by day, and they do not become weary. [Sajdah]
Surah 48 | Al-Fath | আল-ফাতহ | Verse: 29
- মুহাম্মাদ আল্লাহর রসুল । আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল । তাদেরকে আপনি দেখবেন রুকূ‘ ও সাজদায় অবনত অবস্থায় , তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত । তাদের চিহ্ন হল, তাদের মুখমণ্ডলে সেজদা্র প্রভাব পরিস্ফুট হয়ে আছে । তাদের এমন দৃষ্টান্তের কথা তাওরাতে আছে , তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে । (তারা ) যেন একটা চারাগাছ তার কচিপাতা বের করে , তারপর তা শক্ত হয় , অতঃপর তা কান্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায় - যা চাষীকে আনন্দ দেয় । এভাবে আল্লাহ মু’মিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তরজ্বালা সৃষ্টি করেন । তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ।
- Muhammad is the Messenger of Allah; and those with him are forceful against the disbelievers, merciful among themselves. You see them bowing and prostrating [in prayer], seeking bounty from Allah and [His] pleasure. Their mark is on their faces from the trace of prostration. That is their description in the Torah. And their description in the Gospel is as a plant which produces its offshoots and strengthens them so they grow firm and stand upon their stalks, delighting the sowers - so that Allah may enrage by them the disbelievers. Allah has promised those who believe and do righteous deeds among them forgiveness and a great reward.
continue.....