Time | সময়
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Time is an essential part of human life. The Quran provides clear guidance on the importance of time and its proper use. Being mindful of time and using it wisely is key to success in both this life and the Hereafter. Allah has created time in such a way that it shapes and influences our lives at every moment. By using time effectively, we can guide ourselves toward righteous deeds, the worship of Allah, and the path of progress. Verses related to time are:
সময় মানব জীবনের অপরিহার্য অংশ । আল-কুরআন সময়ের গুরুত্ব এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। সময়ের প্রতি সচেতনতা ও এর সদ্ব্যবহার জীবনের সাফল্য এবং আখিরাতের সফলতার মূল চাবিকাঠি। আল্লাহ সময়কে এমনভাবে সৃষ্টি করেছেন যা প্রতিটি মুহূর্তে আমাদের জীবনকে গঠন ও প্রভাবিত করে। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদেরকে সৎকর্ম, আল্লাহর উপাসনা এবং উন্নতির পথে পরিচালিত করতে পারি। সময়ে সম্পর্কিত আয়াতগুলো হলো:
Related veses in Quran:
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Surah 7 | Al-A'raf | আল-আ'রাফ | Verse: 34
- আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়। অতঃপর যখন তাদের সময় আসবে, তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।
- And for every nation is a [specified] term. So when their time has come, they will not remain behind an hour, nor will they precede [it].
Surah 99 | Az-Zalzala | আয-যিলযাল | Verse: 7 - 8
- অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে, আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।
- So whoever does an atom's weight of good will see it, And whoever does an atom's weight of evil will see it.
Surah 103 | Al-Asr | আল-আসর | Verse: 1 - 3
- সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।
- By time, Indeed, mankind is in loss, cept for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.
continue.....