Skip to main content

108 | Al Kawthar (কাউসার)


| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |

  • যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |

  • যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |


Total Verses : 3 ; Revealed in Makkah


In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু


আয়াত ১০৮ : ১ - ৩

  • [ হে মুহাম্মাদ ], নিশ্চয় আমরা তোমাকে কাওসার (অসীম প্রাচুর্য) দান করেছি ।[কাওসার শব্দের অর্থ হলো “বেশি পরিমাণে দান” বা “অসীম নৈকট্য”। ]
  • সুতরাং, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর ,
  • নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল । [ এই আয়াতে বলেছে, যারা রাসূল (সাঃ) এর শত্রু তাদের নাম, সম্পদ, ও কৃতিত্ব ধ্বংসপ্রাপ্ত হবে, তারা ইতিহাসে স্মৃতিহীন থাকবে । আর রাসূলের নাম চিরস্থায়ী ও সম্মানিত থাকবে, কোন দিন মুছবে না । ]

Verse 108 : 1 - 3

  • [ O Muhammad ], indeed We have granted you Al-Kawthar (abundant goodness) .[“Kawthar” refers to immense blessings, abundant provision, or divine nearness.]
  • So, pray to your Lord and sacrifice [to Him alone]
  • Indeed, your enemy is the one cut off . [This verse declares that those who harbor enmity toward the Prophet (peace be upon him) will be forgotten and their legacy erased, while the Prophet’s name will remain honored and everlasting.]