Skip to main content

112 | Al Ikhlas (ইখলাস)


| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |

  • যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |

  • যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |


Total Verses : 4 ; Revealed in Makkah

সূরা আল-ইখলাস কুরআনের অন্যতম সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে শক্তিশালী তাওহীদের ঘোষণামূলক সূরা। এটি মক্কায় নাযিল হয় এবং ইসলামের আকীদার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। “ইখলাস” অর্থ: নিষ্ঠা, একনিষ্ঠতা, আন্তরিকতা — আর এই সূরায় একমাত্র আল্লাহর একত্ব, তাঁর অননুকরণীয় সত্তা, সন্তানহীনতা এবং পরম নির্ভরশীলতার ঘোষণা রয়েছে। এটি এমন একটি সূরা, যার ফজিলত সম্পর্কে হাদীসে বলা হয়েছে — এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান। এই সূরা মুশরিকদের প্রশ্নের জবাবে নাজিল হয়: “তোমার রব কে?” — আর আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁর কোনো সাদৃশ্য নেই, কোনো শরিক নেই, তিনিই একমাত্র উপাস্য


Surah Al-Ikhlas is one of the shortest yet most powerful chapters in the Qur’an, revealed in Makkah. It serves as a profound declaration of Tawheed — the Islamic belief in the absolute oneness of Allah. The word Ikhlas means sincerity, purity, and wholehearted devotion, and this Surah expresses complete devotion to Allah alone. In just a few verses, it affirms that Allah is One and Unique, that He is Self-Sufficient, He neither begets nor is begotten, and that there is none comparable to Him. This Surah was revealed in response to the polytheists’ question, “Who is your Lord?” Allah answered clearly — He is without equal or partner, the only One worthy of worship. The virtues of this Surah are immense. According to authentic Hadith, reciting Surah Al-Ikhlas is equivalent to one-third of the Qur’an in reward. It is a foundational Surah in Islamic belief, summarizing the essence of monotheism in a few concise yet powerful lines.


In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু


আয়াত ১১২ : ১ - ৪ | আল্লাহর একত্ববাদ

  • বলুন , [ এখানে “বলুন” শব্দটি দ্বারা রাসূল মুহাম্মদ (সাঃ) কে উদ্দেশ্য করে বলা হয়েছে । বলুন’ দিয়ে শুরু হওয়া আয়াতে রাসূলকে নির্দেশ দেওয়া হয় যে, তিনি মানুষের কাছে একটি নির্দিষ্ট বিষয় বা সত্য তুলে ধরবেন। ],
    • তিনি আল্লাহ, এক একক, অনন্য ।
    • আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তাঁর মুখাপেক্ষী ।
    • তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি ।
    • আর তাঁর কোন সমকক্ষও নেই ।

Verse 112 : 1 - 4 | The Oneness and Uniqueness of Allah

  • Say , [ The word "Say" here is addressed to the Prophet Muhammad (peace be upon him). In the verses that begin with “Say,” the Prophet is instructed to present a particular matter or truth to the people. ],
    • He is Allah, the One, the Unique.
    • Allah is not dependent on anyone, rather everyone is dependent on Him.
    • He does not beget nor was He begotten.
    • And there is none comparable to Him.