032 | As-Sajda (সাজদাহ)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 30 ; Revealed in Makkah
Source of translation : www.quran.com ; www.hadithbd.com ; www.banglatafheem.com
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
Verse: 1 - 5
- আলিফ - লাম - মীম ।
- বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে এ গ্রন্থ (কুরআন) অবতীর্ণ , এতে কোন সন্দেহ নেই ।
- নাকি তারা বলে , এটা সে নিজে রচনা করেছে ? না , বরং তা আপনার প্রতিপালক হতে আগত সত্য , যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারেন , যাদের কাছে আপনার আগে কোন সতর্ককারী আসেনি , হয়তো তারা হিদায়াত লাভ করবে ।
- আল্লাহ , যিনি আসমানসমূহ , যমীন ও এ দু'য়ের অন্তর্বর্তী সব কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে। তার পর তিনি আরশের উপর উঠেছেন । তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই ; তবুও কি তোমরা উপদেশ গ্ৰহণ করবে না ?
- তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন , অতঃপর একদিন সব কিছুই তাঁর সমীপে উত্থিত হবে , যে দিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান ।
- Alif , Lam , Meem .
- [This is] the revelation of the Book about which there is no doubt from the Lord of the worlds.
- Or do they say, "He invented it"? Rather, it is the truth from your Lord, [O Muhammad], that you may warn a people to whom no warner has come before you [so] perhaps they will be guided.
- It is Allah who created the heavens and the earth and whatever is between them in six days; then He established Himself above the Throne. You have not besides Him any protector or any intercessor; so will you not be reminded?
- He arranges [each] matter from the heaven to the earth; then it will ascend to Him in a Day, the extent of which is a thousand years of those which you count.
Verse: 6 - 10
- তিনিই দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা , পরাক্রমশালী , পরম দয়ালু ।
- যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে উত্তমরূপে সৃজন করেছেন এবং মাটি হতে মানব-সৃষ্টির সূচনা করেছেন ।
- তারপর তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে ।
- পরে তিনি ওকে সুঠাম করেছেন এবং তাঁর নিকট হতে ওতে জীবন সঞ্চার করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন চোখ , কান ও অন্তর । তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর ।
- আর তারা বলে , কী ! আমরা মাটিতে মিশিয়ে গেলেও কি আমাদেরকে আবার নতুন ক’রে সৃ ষ্টি করা হবে ? বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে ।
- That is the Knower of the unseen and the witnessed, the Exalted in Might, the Merciful ,
- Who perfected everything which He created and began the creation of man from clay.
- Then He made his posterity out of the extract of a liquid disdained.
- Then He proportioned him and breathed into him from His [created] soul and made for you hearing and vision and hearts; little are you grateful.
- And they say, "When we are lost within the earth, will we indeed be [recreated] in a new creation?" Rather, they are, in [the matter of] the meeting with their Lord, disbelievers.
Verse: 11 - 15
- বলুন , তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে , অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে ।
- আর আপনি যদি দেখতেন ! যখন অপরাধীরা তাদের রবের নিকট অবনত মস্তকে বলবে, হে আমাদের রব! আমরা দেখলাম ও শুনলাম , এখন আপনি আমাদের পুনরায় (পৃথিবীতে) পাঠান , আমরা সৎকাজ করব । নিশ্চয়ই আমরা (এখন) দৃঢ় বিশ্বাসী ।
- আর আমরা ইচ্ছে করলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করতাম । কিন্তু আমার এ কথা অবশ্যই সত্যঃ আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব ।
- কাজেই শাস্তি আস্বাদন কর, কারণ তোমাদের এ দিনের সাক্ষাতের কথা তোমরা ভুলে গিয়েছিলে । আমরাও তোমাদেরকে পরিত্যাগ করলাম । আর তোমরা যা আমল করতে তার জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করতে থাক ।
- আমাদের নিদর্শনাবলীতে কেবল তারাই বিশ্বাস করে যাদেরকে এর দ্বারা উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে আর তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তারা অহংকার করে না । [সাজদাহ] ۩
- Say, "The angel of death will take you who has been entrusted with you. Then to your Lord you will be returned."
- If you could but see when the criminals are hanging their heads before their Lord, [saying], "Our Lord, we have seen and heard, so return us [to the world]; we will work righteousness. Indeed, we are [now] certain."
- And if We had willed, We could have given every soul its guidance, but the word from Me will come into effect [that] "I will surely fill Hell with jinn and people all together.
- So taste [punishment] because you forgot the meeting of this, your Day; indeed, We have [accordingly] forgotten you. And taste the punishment of eternity for what you used to do."
- Only those believe in Our verses who, when they are reminded by them, fall down in prostration and exalt [Allah] with praise of their Lord, and they are not arrogant. [Sajdah] ۩
Verse: 16 - 20
- তারা শয্যা ত্যাগ করে । তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে । আর আমরা তাদেরকে যে রিয্ক দান করেছি , তা থেকে তারা ব্যয় করে ।
- কেউই জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী লুকিয়ে রাখা হয়েছে । তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ !
- সুতরাং যে ব্যাক্তি মুমিন , সে কি তার ন্যায় যে ফাসেক ? তারা কখনও সমান হতে পারে না ।
- যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের বাসস্থান হবে জান্নাত , তারা যে কাজ করত তার আপ্যায়ন স্বরূপ ।
- আর যারা সত্যত্যাগ করেছে , তাদের বাসস্থান হবে জাহান্নাম ; যখনই ওরা সেখান থেকে বের হতে চাইবে, তখনই ওদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং ওদেরকে বলা হবে , যে অগ্নি-শাস্তিকে তোমরা মিথ্যা মনে করতে তোমরা তা আস্বাদন কর ।
- They arise from [their] beds; they supplicate their Lord in fear and aspiration, and from what We have provided them, they spend.
- And no soul knows what has been hidden for them of comfort for eyes as reward for what they used to do.
- Then is one who was a believer like one who was defiantly disobedient? They are not equal.
- As for those who believed and did righteous deeds, for them will be the Gardens of Refuge as accommodation for what they used to do.
- But as for those who defiantly disobeyed, their refuge is the Fire. Every time they wish to emerge from it, they will be returned to it while it is said to them, "Taste the punishment of the Fire which you used to deny."
Verse: 21 - 25
- আর অবশ্যই আমরা তাদেরকে মহা শাস্তির পূর্বে কিছু লঘু শাস্তি আস্বাদন করাব , যাতে তারা ফিরে আসে ।
- যে ব্যক্তি তার প্রতিপালকের আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয় অতঃপর তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক সীমালংঘনকারী আর কে ? আমি অবশ্যই অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করব ।
- আর অবশ্যই আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম , অতএব আপনি তার সাক্ষাত সম্বন্ধে সন্দেহে থাকবেন না এবং আমরা ওটাকে করে দিয়েছিলাম বনী ইসরাঈলের জন্য হিদায়াতস্বরূপ ।
- আর আমরা তাদের মধ্য থেকে বহু নেতা মনোনীত করেছিলাম , যারা আমাদের নির্দেশ অনুসারে হেদায়াত করত ; যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল । আর তারা আমাদের আয়াতসমূহে দৃঢ় বিশ্বাস রাখত ।
- নিশ্চয় আপনার রব , যে বিষয়ে তারা মতবিরোধ করছে তিনি কিয়ামতের দিন তাদের মধ্যে সেটার ফয়সালা করে দিবেন ।
- And we will surely let them taste the nearer punishment short of the greater punishment that perhaps they will repent.
- And who is more unjust than one who is reminded of the verses of his Lord; then he turns away from them? Indeed We, from the criminals, will take retribution.
- And We certainly gave Moses the Scripture, so do not be in doubt over his meeting. And we made the Torah guidance for the Children of Israel.
- And We made from among them leaders guiding by Our command when they were patient and [when] they were certain of Our signs
- Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.
Verse: 26 - 30
- এটাও কি তাদেরকে হেদায়াত করলো না যে , আমরা তাদের পূর্বে ধংস করেছি , বহু প্ৰজন্মকে — যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে ? নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে । তবুও কি তারা শুনবে না ?
- তারা কি লক্ষ্য করে না যে , আমরা শুকনো ভূমির উপর পানি প্রবাহিত করে , তার সাহায্যে উদগত করি শস্য , যা থেকে আহার্য গ্ৰহণ করে তাদের চ তুষ্পদ জন্তু এবং তারা নিজেরাও ? তারপরও কি তারা লক্ষ্য করবে না ?
- আর তারা বলে , কখন হবে এ ফয়সালা ? তোমরা যদি সত্যবাদী হও তবে বল ।
- বলুন , বিচার-ফায়সালার দিনে অবিশ্বাসীদের বিশ্বাস ওদের কোন কাজে আসবে না , এবং ওদের অবকাশও দেওয়া হবে না ।
- অতএব আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং অপেক্ষা করুন (আল্লাহর ফয়সালার জন্য) , তারাও (সেই ফয়সালার জন্য আছে) অপেক্ষমান ।
- Has it not become clear to them how many generations We destroyed before them, [as] they walk among their dwellings? Indeed in that are signs; then do they not hear?
- Have they not seen that We drive the water [in clouds] to barren land and bring forth thereby crops from which their livestock eat and [they] themselves? Then do they not see?
- And they say, "When will be this conquest, if you should be truthful?"
- Say, [O Muhammad], "On the Day of Conquest the belief of those who had disbelieved will not benefit them, nor will they be reprieved."
- So turn away from them and wait. Indeed, they are waiting.