097 | Al-Qadr (আল-কাদর)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
আয়াত সংখ্যা : ৫ ; মক্কায় অবতীর্ণ
Total Verses : 5 ; Revealed in Makkah
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আয়াত ৯৭ : ১ - ৫
-
নিশ্চয় আমরা কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে [ (শবেকদরে)] ।
[ -> লাইলাতুল কদর অর্থ: মর্যাদার রাত / নির্ধারিত ফয়সালার রাত
-> এই আয়াতে আল্লাহ ঘোষণা করছেন যে, কুরআন শরীফ লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছে ।
-> এটি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর একটি, বিশেষ করে ২৭ রমজান বলে অধিকাংশ আলেমের মতে ধরা হয়। ] -
আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কী ?
[এই আয়াতে আল্লাহ একটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন রেখেছেন, যার মাধ্যমে তিনি লাইলাতুল কদরের অশেষ মর্যাদা ও মাহাত্ম্য আমাদের সামনে তুলে ধরেছেন।
এটি এমন এক প্রশ্ন, যার উত্তর আল্লাহ নিজেই পরে দেবেন, কিন্তু প্রশ্নের মাধ্যমে তি নি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন ।
-> এ যেন আল্লাহ বলছেন : "তুমি জানো না এই রাত কতটা মহৎ — আমি না বললে তা বুঝতেই পারবে না।"
এই আয়াত কেবল নবী মুহাম্মদ ﷺ- এর প্রতি নয়, বরং সমগ্র মানবজাতির প্রতি আহ্বান—যাতে আমরা কদরের রাতের মাহাত্ম্য অনুধাবন করি, তা নিয়ে চিন্তা করি, এবং এই বরকতময় রাতকে লাভ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। ] -
লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ।
[এই আয়াতের মাধ্যমে কদরের রাতের বিশেষ মর্যাদা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ‘এক হাজার মাস’ মানে প্রায় ৮৩ বছর ৪ মাস—অর্থাৎ, এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক মূল্যবান। এটি উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ রহমত ও মহামূল্যবান উপহার।
নবী ﷺ বলেছেন: “তোমরা কদরের রাতকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে অনুসন্ধান করো।” — (সহীহ বুখারী)] -
সে রাতে ফ েরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে ।
[ -> ফেরেশতাদের অবতরণ : এই আয়াতে বলা হয়েছে যে, কদরের রাতে অগণিত ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। তারা রহমত, বরকত, মাগফিরাত ও কল্যাণ নিয়ে দুনিয়ায় ছড়িয়ে পড়েন। তাদের উপস্থিতি দুনিয়ার আকাশ থেকে শুরু করে মুমিনদের কাছে পর্যন্ত বিস্তৃত হয়।
-> ‘রূহ’ বলতে জিবরাইল (আ.) কে বোঝানো হয়েছে : "রূহ" শব্দটি কুরআনে বিভিন্ন অর্থে ব্যবহৃত হলেও এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে জিবরাইল (আলাইহিস সালাম)-কে। তিনিই আল্লাহর পক্ষ থেকে ওহি বহনকারী প্রধান ফেরেশতা, যিনি রাসূলদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন ।
-> ‘তাদের রবের অনুমতিক্রমে’ : ফেরেশতারা নিজ ইচ্ছায় কিছুই করেন না। তারা শুধুমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করেন। এই রাতে আল্লাহ তাঁদের দায়িত্ব দেন মানুষের তাকদির, রিজিক, হায়াত (জীবন-মৃত্যু), ও অন্যান্ য বিষয়ের ফয়সালা নিয়ে আসার জন্য।
এই সমস্ত বিষয় এক বছরের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয় এবং তা লাইলাতুল কদরে লিপিবদ্ধ হয় "লাওহে মাহফুজ" থেকে। ] -
শান্তিময় সে রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত ।
[এই পবিত্র রাতটি সম্পূর্ণরূপে শান্তি, নিরাপত্তা ও কল্যাণে পরিপূর্ণ থাকে ফজরের সূচনা পর্যন্ত।
-> এই রাতে শয়তানের কোনো প্রভাব থাকে না,
-> ফেরেশতারা দলে দলে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও শান্তি নিয়ে পৃথিবীতে নেমে আসেন।
-> এই রাতে কোনো অনিষ্ট, অশান্তি বা শয়তানি কার্যকলাপ পৃথিবীকে স্পর্শ করতে পারে না। গোটা পৃথিবীর পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধির এক অনন্য উপলক্ষ।
-> যারা বিনম্র চিত্তে ও আন্তরিকতায় আল্লাহর কাছে প্রার্থনা করে, তাদের দোয়া কবুল হয় এবং আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেন, কারণ এটি এমন এক রাত—যে রাতে আল্লা হ বিশেষভাবে বান্দার দিকে সাড়া দেন এবং রহমতের দরজা উন্মুক্ত করে দেন ।]
Verse 97 : 1 - 5
-
Indeed, We sent down the Qur’an on the Night of Qadr (Lailatul Qadr) [i.e., the Night of Decree or Power].
[ -> Lailatul Qadr means "The Night of Power", "The Night of Decree", or "The Night of Great Worth."
-> In this verse, Allah declares that the Qur’an was revealed during a special night—Lailatul Qadr.
-> Ramadan, with the 27th night being the most likely. ] -
And what can make you know what is the Night of Decree?
[ In this verse, Allah asks a rhetorical question to emphasize the immense value and greatness of Lailatul Qadr. It’s as though Allah is saying :
-> “You cannot imagine how significant this night is unless I explain it to you.”
This verse is not just addressing the Prophet Muhammad ﷺ, but also all of us—inviting us to recognize, reflect upon, and seek out this extraordinary night.] -
The Night of Qadr is better than a thousand months.
[ This verse clearly highlights the unmatched status of Lailatul Qadr (the Night of Decree). "A thousand months" equals approximately 83 years and 4 months—a lifetime’s worth of worship. Yet, Allah declares that worship in this one night is even more valuable than worship performed over all those years.
This is a divine gift and extraordinary mercy from Allah for the Ummah of Prophet Muhammad ﷺ, whose average lifespan is far shorter than past generations. It’s an opportunity to gain immense reward in a single night—something that was not granted to previous nations.
The Prophet Muhammad ﷺ said : "Seek the Night of Qadr in the odd nights of the last ten nights of Ramadan." — (Sahih al-Bukhari)] -
On that night, the angels and the Spirit (Jibreel) descend, by permission of their Lord, with every matter.”
[ -> The Descent of the Angels : This verse informs us that on Lailatul Qadr (the Night of Decree), a multitude of angels descend to the earth. They spread throughout the world, bringing with them mercy, blessings, forgiveness, and peace. Their presence extends from the heavens down to the hearts and homes of the believers engaged in worship.
-> The term "the Spirit" (Ar-Rūḥ) in this verse refers specifically to Angel Jibreel (Gabriel, peace be upon him). While the word "Rūḥ" can have different meanings in the Qur’an, here it clearly points to Jibreel, the chief angel responsible for conveying revelation from Allah to the Prophets.
-> ‘By permission of their Lord’ : The angels do not act on their own; they descend only by Allah’s command. On this night, Allah assigns them responsibilities related to divine decrees—such as provisions (rizq), life and death , events, and fates of individuals for the upcoming year.
These decrees are taken from the Preserved Tablet (al-Lawh al-Mahfuz) and distributed to the angels on Lailatul Qadr to implement throughout the year.] -
Peace it is until the emergence of dawn.
[This blessed night, Lailatul Qadr, is described by Allah as a night of absolute peace, security, and divine tranquility, lasting until the break of dawn.
-> Throughout this night, Satan has no influence—he is rendered powerless.
-> Angels descend in large numbers, carrying mercy, blessings, and peace from their Lord.
-> No harm, evil, or mischief touches the earth, and the entire atmosphere becomes spiritually charged and serene.
Those who turn to Allah with humble hearts and sincere prayers find their duas accepted and their sins forgiven, as this is a night of divine response and mercy.]