110 | An Nasr (নাসর)
| আমরা সবসময় মনে রাখি | We Always Remember |
-
যখন একজন মানুষ মারা যায়, তার সব কাজ শেষ হয়ে যায় , তিনটি ব্যতিক্রম ছাড়া: সদকা জারিয়া (চলমান দান) , এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায়, এবং একটি সৎ সন্তান যে তার জন্য দোয়া করে । | মুহাম্মদ (সাঃ) ; হাদিস - সহিহ মুসলিম | When a person dies, his works end, except for three: ongoing charity, knowledge that is benefited from, and a righteous child who prays for him. | Prophet Mohammed (PBUH); Hadith - Sahih Muslim |
-
যে ব্যক্তি ভাল কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে (সাওয়াবের) অংশ আছে এবং যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, তার জন্য তাতে অংশ আছে । আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন । | সূরাঃ ৪ , আন-নিসা , আয়াতঃ : ৮৫ | Whoever intercedes for a good cause will have a reward therefrom; and whoever intercedes for an evil cause will have a burden therefrom. And ever is Allah, over all things, a Keeper. | Surah 4 , An-Nisa , Verse: 85 |
Total Verses : 3 ; Revealed in Madina
সূরা আন-নাসর (সহায়তা) কুরআনের অন্যতম ছোট কিন্তু গভীর অর্থবহ একটি সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এটি ছিল রাসূলুল্লাহ (সাঃ) এর জীবদ্দশায় নাযিল হওয়া শেষ পূর্ণ সূরা । এই সূরায় আল্লাহ রাসূলকে জানান, আল্লাহর সাহায্য ও বিজয় এসেছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে — এবং এর মাধ্যমে রাসূল (সাঃ) এর দাওয়াতি মিশনের পরিপূর্ণতা এবং বিদায়ের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
- সূরা আন-নাসর ছিল সেই শেষ সম্পূর্ণ সূরা, যা পুরোটা একসাথে রাসূলুল্লাহ ﷺ জীবিত থাকা অবস্থায় অবতীর্ণ হয়।
- এটি একটি পূর্ণাঙ্গ সূরা — যার তিনটি আয়াত একসঙ্গে নাজিল হয়।
- এরপর আর সম্পূর্ণ নতুন কোনো সূরা আল্লাহ নাজিল করেননি।
- তবে, কিছু আয়াত রাসূল ﷺ- এর জীবনের শেষ সময়ে (শেষ হজ্জ, বিদায় হজ্জ) বা বিদায় হজ্জের পরে আলাদা করে নাজিল হয়েছে, সূরা আল-মায়িদাহ (5:3) এর অংশ: “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলা ম…” — যা বিদায় হজ্জের দিন (আরাফার ময়দানে) নাজিল হয়।
Surah An-Nasr (The Divine Help) is one of the shortest yet most profound chapters of the Qur'an. It was revealed in Madinah and is considered the last complete Surah to be revealed during the lifetime of the Prophet Muhammad (peace be upon him). In this Surah, Allah informs the Prophet that His help and victory have arrived, and that people are entering Islam in large numbers. This signifies the completion of the Prophet’s mission of conveying the message of Islam, and also subtly indicates the approach of his farewell.
- Surah An-Nasr was the final full Surah revealed while the Prophet ﷺ was alive.
- It is a complete chapter consisting of three verses, revealed at once.
- No full Surah was revealed after this.
- However, some individual verses were revealed later during the Prophet’s final days, particularly during or after the Farewell Pilgrimage (Hajjatul Wada). One such verse is part of Surah Al-Ma'idah (5:3): "Today I have perfected your religion for you..." — revealed on the Day of Arafah during the Farewell Hajj.
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম দয়ালু
আয়াত ১১০ : ১ - ৩
- যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে , [ > এখানে ইঙ্গিত করা হয়েছে মক্কা বিজয়ের প্রতি, যা ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় । > আল্লাহর সাহায্য মানে শুধু যুদ্ধজয় নয় — ব রং সত্য ধর্মের প্রকাশ ও দাওয়াতের প্রতিষ্ঠা । > এই আয়াত রাসূল (সাঃ) কে জানিয়ে দিচ্ছে, যে তোমার দাওয়াতের সাফল্য ও পূর্ণতা এখন সম্পন্ন। ]
- আর আপনি মানুষকে দলে দলে আল্লাহ্র দ্বীনে প্রবেশ করতে দেখবেন ,[ > মক্কা বিজয়ের পর আরবের গোত্রে গোত্রে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। > আগে যারা ভয় বা সামাজিক চাপে ইসলাম গ্রহণ করেনি, তারা তখন স্বেচ্ছায় দ্বীনে ফিরে আসে। > এটি ছিল আল্লাহর দ্বীনের সামাজিক ও রাজনৈতিক বিজয়ের চূড়ান্ত চিত্র। ]
- তখন আপনি আপনার রবের
- প্ৰশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন , [ বিজয়ের আনন্দে আত্মতুষ্ট না হয়ে, রাসূল (সাঃ)কে বলা হয়েছে আল্লাহর প্রশংসা ও ক্ষমা প্রার্থনা করতে ।]
- নিশ্চয় তিনি তাওবা কবুলকারী । [ কারণ, সব কৃতিত্ব আল্লাহর — এবং প্রতিটি সফলতার পর নম্রতা ও তাওবা করা উচিত ।]
Verse 110 : 1 - 3
- When the help of Allah and the victory comes, [ > This refers specifically to the Conquest of Makkah, which was the greatest victory in the history of Islam. > Allah’s help is not limited to military success — it also means the establishment and widespread acceptance of the truth and the message of Islam. > This verse was a sign to the Prophet (peace be upon him) that his mission of da'wah (calling to Islam) had reached completion.]
- And you see the people entering into the religion of Allah in multitudes , [ > After the conquest of Makkah, tribes across Arabia began embracing Islam in large numbers. > Those who were previously hesitant due to fear or social pressure now joined willingly. > This was the final and full social and political manifestation of Allah’s religion.]
- Then
- exalt [Him] with praise of your Lord and ask forgiveness of Him. [ > The Prophet was commanded not to become proud in victory but to show humility by praising Allah and asking for His forgiveness. > Even after success, a believer should turn to Allah with gratitude and repentance.]
- Indeed, He is ever Accepting of repentance .[ > All success is from Allah, and after any achievement, turning back to Him in humility and repentance is the path of the righteous. > Allah is always ready to forgive those who seek His mercy.]